More
    Homeজাতীয়নির্ধারিত সময় পরেও বেতন না পেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি বিশ্বভারতীর শিক্ষক...

    নির্ধারিত সময় পরেও বেতন না পেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি বিশ্বভারতীর শিক্ষক সংগঠনের

    ৮ জুলাই পর্যন্ত বেতন পাননি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মচারীরা। পেনশনও পাননি অবসরপ্রাপ্তরা। শেষমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে হস্তক্ষেপের অনুরোধ জানাল বিশ্বভারতীর শিক্ষক সংগঠন ভিবিইউএফএ। প্রধানমন্ত্রী পদাধিকার বলে বিশ্বভারতীর আচার্য। সেই কারণেই তাঁকে এই চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাজ্যপাল জগদীপ ধনকড়কেও চিঠির প্রতিলিপি পাঠিয়েছে শিক্ষক সংগঠন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকেও চিঠি দিয়েছে ভিবিইউএফএ। যদিও কেন এমন চিঠি পাঠানো হয়েছে তা জানতে চেয়ে দুই অধ্যাপককে পাল্টা নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কেন এখনও বেতন হল না তা নিয়ে কিছু বলা হয়নি শান্তিনিকেতনের তরফে। গোটা ঘটনার জন্য উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো এবং অ্যাকাউন্টস অফিসারকে কাঠগড়ায় তুলেছে শিক্ষক সংগঠন। চিঠিতে লেখা হয়েছে, জুন মাসের বেতন ৩০ জুন হওয়ার কথা। ৮ জুলাই পর্যন্ত তা হয়নি। কেন বেতন, পেনশন আটকে রয়েছে সে ব্যাপারেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জানায়নি। শিক্ষক সংগঠন এও জানিয়েছে, গত বছর ফেব্রুয়ারি, জুন ও জুলাই মাসে একই ভাবে বেতন দিতে দেরি হওয়ার ঘটনা ঘটায় কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়েছিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তার জবাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments