More
    Homeরাজ্যনির্বাচনী মিটিং-মিছিল, জনসভার মাঝে ফের লাফিয়ে বাড়ছে রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা

    নির্বাচনী মিটিং-মিছিল, জনসভার মাঝে ফের লাফিয়ে বাড়ছে রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা

    নির্বাচনী মিটিং-মিছিল, জনসভার মাঝে ফের লাফিয়ে বাড়ছে রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে কমতে থাকা সুস্থতার হার।রবিবার ২,০০০-এর কাছে পৌঁছলো দৈনিক সংক্রমণের সংখ্যা। ফের ১০,০০০ পার করল অ্যাক্টিভ কেস।
    ভ্যাকসিন আসার পর মোটামুটি আয়ত্তে আনা গিয়েছিল করোনা সংক্রমণ। কিন্তু ভোটের আগে রাজ্যজুড়ে প্রচারের শুরুতেই ফের দেশজুড়ে শুরু হয়েছে করোনার তাণ্ডব। গত কয়েক সপ্তাহ ধরেই পশ্চিমবঙ্গে সংক্রমণ উর্ধ্বমুখি। কয়েকশ’ থেকে বাড়তে বাড়তে তা এখন দুহাজারে পৌঁছেছে। এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona Virus) কবলে পড়েছেন ১,৯৫৭ জন। যার মধ্যে শহর কলকাতায় (Kolkata) একদিনে আক্রান্ত ৬৩৪ জন। সংক্রমণের নিরিখে প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। তৃতীয় দফার ভোটগ্রহণের আগে হাওড়ায় একদিনে সংক্রমণ ১৭৪। যার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৯৩,৬১৫।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments