More
    Homeজাতীয়নির্বাচনী হলফনামায় ভুয়ো তথ্য দেবার অভিযোগে ৬৮ জন বিধায়ককে নোটিশ আয়কর দপ্তরের

    নির্বাচনী হলফনামায় ভুয়ো তথ্য দেবার অভিযোগে ৬৮ জন বিধায়ককে নোটিশ আয়কর দপ্তরের

    বিহারে ২০২০ বিধানসভা নির্বাচনের সময় ভুয়ো তথ্য দেবার অভিযোগে ৬৮ জন বিধায়ককে নোটিশ পাঠালো আয়কর দপ্তর। এঁদের সকলেই হলফনামায় ভুয়ো তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ।

    আয়কর দপ্তরের এক আধিকারিকের বক্তব্য অনুসারে বিহার বিধানসভা নির্বাচনে কমিশনের কাছে মনোনয়ন দাখিলের সময় বহু প্রার্থী তাঁদের স্থাবর এবং অস্থাবর সম্পদ সম্পর্কে ভুয়ো তথ্য পেশ করেছিলেন।

    নির্বাচনী হলফনামায় ভুয়ো তথ্য দেবার অভিযোগে ৬৮ জন বিধায়ককে নোটিশ আয়কর দপ্তরের

    Read More-তালিবান শাসিত আফগান জমি থেকে সন্ত্রাসবাদ মেটাতে বৈঠকে ইরান-রাশিয়া সহ ৮ দেশ, নেতৃত্বে ভারত

    এঁদের মধ্যে অনেকেই আয়কর দপ্তরে তাঁদের আয়ের উত্‍স সম্পর্কে জানালেও কমিশনকে দেওয়া এফিডেভিটে তার উল্লেখ করেননি। একাধিক বিধায়ক তাঁদের প্যান নাম্বার এবং ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য হলফনামার সঙ্গে জমা দেননি।

    Read More-১৪৪ যাত্রী নিয়ে শিলচরে জরুরি অবতরণ কলকাতাগামী বিমানের

    ওই আধিকারিক জানান, বিহার বিধানসভায় ২০২০ সালে নির্বাচিত ৬৮ জন বিধায়ককে নোটিশ পাঠানো হয়েছে। এঁরা এঁদের সম্পদ গোপন করেছেন। আয়কর দপ্তরের নথি এবং নির্বাচনী হলফনামাতেও একাধিক তথ্য অসংগতি রয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাঁদের উত্তর দিতে বলা হয়েছে।

    তিনি জানান, বিধায়কদের উত্তরের ভিত্তিতে আমরা পরবর্তী তদন্ত চালাবো এবং নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পেশ করব। কমিশনের বক্তব্য জানার পর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো বলেও তিনি যান।

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments