More
    Homeআন্তর্জাতিকনেপালে বিমান দুর্ঘটনার কারণ কি ? ব্ল্যাক বক্স উদ্ধারের পরেই জানা যাবে...

    নেপালে বিমান দুর্ঘটনার কারণ কি ? ব্ল্যাক বক্স উদ্ধারের পরেই জানা যাবে আসল কারণ, জানাচ্ছে প্রশাসন।

    Today Kolkata:- নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা (Air Accident)। কাঠমান্ডু (Kathmandu) থেকে পোখরা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। পোখরা বিমানবন্দরের (Pokhra Airport) কাছেই বিমানটি ভেঙে পড়ে। বহু হতাহতের আশঙ্কা। ইয়েতি এয়ারলাইন্সের (Eati Airlines) বিমান ভেঙে পড়েছে। সপ্তাহ দুয়েক আগে, গত ১ জানুয়ারি চিনা সহায়তায় তৈরি পোখরা বিমানবন্দরটির উদ্বোধন হয়। উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী।

    পুরনো ও নতুন বিমানবন্দরের মাঝে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনাস্থল পশ্চিম নেপালে (West Nepal) অবস্থিত। ইয়েতি এয়ারলাইন্সের (Eati Airlines) যে বিমানটি ভেঙে পড়েছে সেটি জোড়া ইঞ্জিনের ATR 72 বিমান। বিমানে ৬৮ জন যাত্রী ও চালক সহ ৪ জন বিমানকর্মী ছিলেন। শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৩৫ জনের দেহ উদ্ধার। ৭২ আসনের ইয়েতি এয়ারলাইন্সের (Eati Airlines) বিমানটিতে যাত্রীদের মধ্যে ১০ জন বিদেশি যার মধ্য ২টি শিশু ছিল।

    ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ৪০ জনের দেহ উদ্ধার। বিমানে উপস্থিত ৫ ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা। ঘটনার খবর পাওয়া মাত্রই মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড (Puspa Kamal Dahan Prachanda)। বৈঠকে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ঊর্ধ্বতন আধিকারিকেরা।

    পোখরা বিমানবন্দরে অবতরণের ৫ মিনিট আগে ৩২ হাজার ফুট উচ্চতা থেকে হঠাৎই দ্রুত নীচের দিকে নেমে আসে বিমানটি। মুখ থুবড়ে পড়ে শ্বেতী নদীর পাশে। গোটা বিমানে দাউ দাউ করে আগুন ধরে যায়। এদিনের দুর্ঘটনার পিছনে কোনও বড় ধরনের যান্ত্রিক কারণ (Technical Problem) ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। বিমানের স্বাস্থ্য পরীক্ষায় নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি তৈরির কথা ভাবছে নেপাল সরকার (Govt. Of Nepal)।

    নেপালে বিমান দুর্ঘটনার কারণ কি ? ব্ল্যাক বক্স উদ্ধারের পরেই জানা যাবে আসল কারণ, জানাচ্ছে প্রশাসন।

    অরিজিৎ সিংহের সাথে সেলফিতে ইমন চক্রবর্তী, সেলফি যেন পরম পাওনা ইমনের কাছে।

    MORE NEWS – অরিজিৎ সিংহের সাথে সেলফিতে ইমন চক্রবর্তী, সেলফি যেন পরম পাওনা ইমনের কাছে।

    গানের জগতের উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিংয়ের (Arijit Singh) pসাথে সেলফিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী ইমন চক্রবর্তী (Imon Chakraborty)। গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে নিজস্বীতে তাকিয়ে রয়েছেন গায়িকা। অরিজিৎ সিংয়ের সঙ্গে সেলফিটা যেন একটা পরম পাওনা ইমনের (Iman Chakraborty) কাছে। ‘আর কিচ্ছু চাই না’, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments