More
    Homeজাতীয়নয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র অগ্নি-প্রাইমের সফল উৎক্ষেপণ ওড়িশা উপকূলে, জানাল DRDO

    নয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র অগ্নি-প্রাইমের সফল উৎক্ষেপণ ওড়িশা উপকূলে, জানাল DRDO

    পারমাণবিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ করল ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গনাইজেশন। এদিন ওড়িশার উপকূলে এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয় বলে জানা গিয়েছে। আজ ওড়িশার উপকূল থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি, জানিয়েছে ডিআরডিও।
    ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, এই মিসাইল খুব সহজেই বহনযোগ্য, ফলে সশস্ত্র বাহিনী যে কোনও জায়গা থেকে এর ব্যবহার করতে পারবে। আজকের পরীক্ষামূলক উত্‍ক্ষেপণ পুরোমাত্রায় সফল হয়েছে বলে জানা গেছে।
    অগ্নি সিরিজের নতুন এই মিসাইলের নাম রাখা হয়েছে অগ্নি প্রাইম বা সংক্ষেপে অগ্নি-পি। আজকের পরীক্ষার সময় বিভিন্ন এলাকায় রেডার স্টেশন এবং টেলিমেট্রি বসানো হয়েছিল। মিসাইল কতটা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুর দিকে এগোচ্ছে এবং কতটা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারছে তা দেখাই ছিল এই রেডারগুলোর কাজ। জানা গেছে, মিশনের সমস্ত শর্ত পূরণ করে অত্যন্ত সফল ভাবে কাজ করেছে আজকের পরীক্ষা।
    মিসাইলটির পাল্লা (রেঞ্জ) ১০০০ কিমি থেকে ২০০০ কিমি। একই শ্রেণির অন্য ক্ষেপণাস্ত্রের তুলনায় ছোট এবং হালকা। এতে প্রযুক্তিও নতুন বলে জানিয়েছে ডিআরডিও।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments