More
    Homeজাতীয়'পদ নয়, আমার লক্ষ্য মানুষের সেবা করা': 'মন কি বাত'-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র...

    ‘পদ নয়, আমার লক্ষ্য মানুষের সেবা করা’: ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    ‘মন কি বাত’-এর ৮৩তম সংস্করণে জাতির উদ্দেশে ভাষণে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে, কৃষ্ণ ভক্ত একজন অস্ট্রেলিয়ান মহিলার কথা। যিনি পার্থে একটি বৃন্দাবনের মডেল গড়েছেন।

    এদিন প্রকৃতিপ্রেমী হিসাবেও মোদী ধরা দিয়েছেন ‍’মন কি বাত’-এ। একটি নদীর স্বচ্ছ জলের বিছানায় পাঁচ জন যাত্রী নিয়ে ভেসে যাচ্ছে একটি নৌকা। এরকম একটি ভাইরাল ছবি নিয়ে মুগ্ধ প্রধানমন্ত্রী বলেছেন, ‍’ভারতের প্রকৃতি অবর্ণনীয়, রঙিন। আমাদের উচিততাকে সংরক্ষণ করা।’ অবশ্য এখানেই শেষ নয়, তাঁর দল ও কেন্দ্রের সাফল্যের কথাও এদিনের অনুষ্ঠানে বলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

    তিনি বলেন, ‍’বিজেপির আমলে দেশে বিপুল উন্নয়ন হচ্ছে। কোভিড অতিমারি সত্ত্বেও ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি।’ আয়ুষ্মান ভারত প্রকল্পে উপকৃত এক উপভোক্তার সঙ্গে কথা বলার সময় মোদী বলেন, ‘আমি ক্ষমতা চাই না, দেশের মানুষকে সেবা করাই আমার মূল লক্ষ্য।’ নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ‘কেন্দ্র যে সমস্ত প্রকল্প নিয়েছে, সেগুলির মাধ্যমে আমরা মানুষের জীবনে পরিবর্তন এনেছি। এই বিষয়টি আমাকে সন্তুষ্টি দেয়। জীবনে আমি এটাই চেয়েছি। আমার কাছে এই পদ (প্রধানমন্ত্রী) ক্ষমতার জন্য নয়। এটা সেবার জন্য।’ আজকের ‘মন কি বাত’-এ স্টার্ট আপ কালচারের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যুব সম্প্রদায় চাকরি খোঁজার বদলে এখন নিজেরাই চাকরি সৃষ্টি করছে। ২০১৫ সালে দেশে ১০-১৫টি স্টার্ট আপ সংস্থা ছিল। এখন গোটা দেশে ৭০টির বেশি স্টার্ট আপ রয়েছে। যা ১ বিলিয়নের ভ্যালুয়েশন অতিক্রম করে গিয়েছে।’

    সে সঙ্গে তিনি বলেন, ‘স্টার্ট আপ তৈরি করে বহু ভারতীয় তরুণরা বিশ্বের নানা সমস্যার সমাধান করে দিচ্ছেন।’ এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর কথাও বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশের জালাউনে নুন নামে একটি নদী রয়েছে। কিন্তু তা ধীরে ধীরে শুকিয়ে যাওয়ায় সমস্যায় পড়েন কৃষকরা। এর পর ওখানকার বাসিন্দারাই উদ্যোগী হয়ে একটি কমিটি গঠন করেন। সেই কমিটি নদীকে পুরনো অবস্থায় ফিরিয়ে এনেছে। এটাই হল আসল সব কা সাথ, সব কা বিকাশ।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments