More
    Homeকলকাতাপশ্চিমবঙ্গে আগামী ১৫ অগস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ, এবারও লোকাল ট্রেন...

    পশ্চিমবঙ্গে আগামী ১৫ অগস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ, এবারও লোকাল ট্রেন চালুর অনুমতি দিল না নবান্ন

    পশ্চিমবঙ্গে বাড়ল বিধিনিষেধের মেয়াদ। আগামী ১৫ অগস্ট পর্যন্ত তা কার্যকর হবে। এবারও লোকাল ট্রেন চালুর অনুমতি দিল না নবান্ন। সেইসঙ্গে রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলাফেরায় যে বিধিনিষেধ ছিল, তাতে আরও কড়াকড়ি করেছে নবান্ন।

    বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৫০ শতাংশ উপস্থিতি নিযে রুদ্ধদ্বার সরকারি অনুষ্ঠান করা যাবে। এছাড়াও মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি-সহ যাবতীয় করোনাভাইরাস সংক্রান্ত বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, কৃষিকাজে উৎপাদিত দ্রব্য-সহ জরুরি পরিষেবা ছাড়া রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলাফেরার ক্ষেত্রে বিধিনিষেধ বজায় থাকবে।

    তবে মোটের উপর খুব একটা বিধিনিষেধ শিথিল হয়নি। গত ১৬ জুলাই থেকে যে বিধিনিষেধ জারি করা হয়েছিল, তা জারি আছে। একনজরে দেখে নিন কী কী নিয়মবিধি থাকছে –

    ১) স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র-সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

    ২) রাজ্যের মধ্যে বাস, অটো, ট্যাক্সি, ক্যাব, ট্রাম এবং জলপরিবহন চালু থাকবে। সর্বাধিক ৫০ শতাংশ যাত্রী উঠতে পারবেন। চালক এবং কর্মীদের টিকা নিতে হবে।

    ৩) লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments