More
    Homeতথ্য প্রযুক্তিপুরনো প্রযুক্তির দিন শেষ, সামনের বছরই বিদায় নিচ্ছে এতকালের জনপ্রিয় ব্রাউজার ইন্টারনেট...

    পুরনো প্রযুক্তির দিন শেষ, সামনের বছরই বিদায় নিচ্ছে এতকালের জনপ্রিয় ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার

    সামনের বছরই অবসর নিচ্ছে এতকালের জনপ্রিয় ব্রাউসজার ইন্টারনেট এক্সপ্লোরার। মাইক্রোসফট টেক জায়ান্টের পক্ষ থেকে এমন ঘোষণার পরেই কিছুটা ভারাক্রান্ত নেট দুনিয়া। তবে অনেকে হয়তে এমনটাই চেয়েছিলেন। কারণ, সমীক্ষা বলছে, দীর্ঘ ২৬ বছরের সক্রিয় জীবনের শেষ দিকে অনেকটাই পিছিয়ে পড়েছিল ইন্টারনেট এক্সপ্লোরার। ২০১৩ সালের পর থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে গেছিল। জানা গেছে সম্প্রতি বিশ্বের মাত্র ৩.৮ শতাংশ নাগরিক এই ব্রাউজার ব্যবহার করতেন। যেখানে গুগল ক্রোম ব্যবহারকারীর সংখ্যা ৭০ শতাংশ। অতএব, বিপুল শেয়ার ধসের ধাক্কা সামলে মাইক্রোসফ্ট কর্তৃপক্ষ অনুভব করেছেন, এক্সপ্লোরারের দিন শেষ। তাঁরা ঘোষণা করেছেন, ২০২২ সালের ১৫ জুন থেকে বন্ধ হয়ে যাবে এক্সপ্লোরার। তবে এবার থেকে সেই জায়গা নেবে মাইক্রোসফট এজ। একটি ব্লগে সম্প্রতি এমনটাই জানালেন মাইক্রোসফট এজ প্রোগ্রাম ম্যানেজার, শন লিন্ডারসে। ব্যবহারকারীরা জানান, কম জনপ্রিয় হলেও এক্সপ্লোরার বেশকিছু দিক থেকে এখনও সুবিধে জনক। কারণ পুরনো সময়ের কিছু ওয়েবসাইট এবং প্রোগ্রাম এক্সপ্লোরারের সঙ্গেই যৌথভাবে পরিষেবা দেয়। অন্য ব্রাউজারে সেগুলো পাওয়া যায় না। তাই ক্রোম কিংবা ফায়ারফক্স ব্যবহারকারীরাও এতকাল ডেক্সটপে ইনস্টল করে রেখে দিতেন এক্সপ্লোরার। যাঁরা উইন্ডোজ টেন ব্যবহার করেন, ইতিমধ্যেই তাঁরা মাইক্রোসফট এজের সঙ্গে পরিচিত।পুরনো এক্সপ্লোরারের মায়া কাটিয়ে এবার থেকে অধিক কর্মক্ষম এবং ব্যবহার উপযোগী মাইক্রোসফট এজকেই জীবনের অংশ করে নেবে মানুষ, এমনটাই আশা রাখছেন মাইক্রোসফট কর্মকর্তারা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments