More
    Homeপশ্চিমবঙ্গপূর্ব মেদিনীপুরের হলদি নদীতে উলটে গেল ট্রলার, মৃত ১, নিখোঁজ ৪

    পূর্ব মেদিনীপুরের হলদি নদীতে উলটে গেল ট্রলার, মৃত ১, নিখোঁজ ৪

    শনিবার রাতে আচমকাই  হলদি নদীতে উলটে গেল ট্রলার। রাতের অন্ধকারে ট্রলার উলটে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সংলগ্ন হলদি নদীতে ট্রলারটিকে নোঙর করার চেষ্টা করা হচ্ছিল। সেই সময় সেটি আচমকা উলটে যায়। ট্রলারে থাকা লোকজন একে একে তলিয়ে যান। মৃত্যু হয় এক ব্যক্তির। তাঁর নাম প্রদীপ মান্না। তিনি কাঁথির বাসিন্দা। এদিকে ট্রলারে সম্ভবত ১৩জন ছিলেন। তাঁদের খোঁজে রাতেই তল্লাশি শুরু হয়। উপকূলরক্ষী বাহিনীও রাতে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু একদিকে অন্ধকার ও অন্যদিকে জলের স্রোতের জেরে তল্লাশি চালাতে যথেষ্ট সমস্য়ায় পড়ে উদ্ধারকারী টিম। তবে একে একে ৯জনকে উদ্ধার করা সম্ভব হয়।রাতে উদ্ধারকাজ কিছুক্ষণের জন্য স্থগিত ছিল। রবিবার সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। স্রোতে কেউ দূরে ভেসে গিয়েছেন কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকাজ দেখতে নদীর পাড়ে অনেকেই ভিড় জমান। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছেন। বাকি চারজনের খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।তাঁরা আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। তবে ট্রলারডুবির ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে ট্রলারটি ডুবে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments