More
    Homeজাতীয়পেগাসাস কাণ্ড নিয়ে বৃহস্পতিবার আবেদন শুনবে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ

    পেগাসাস কাণ্ড নিয়ে বৃহস্পতিবার আবেদন শুনবে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ

    পেগাসাস কাণ্ড নিয়ে বৃহস্পতিবার আবেদন শুনবে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ। এ সপ্তাহেই ভারতের মুখ্য বিচারপতি এনভি রমনা জানিয়েছিলেন, আড়ি পাতা কাণ্ডের আবেদন শুনতে রাজি শীর্ষ আদালত। এবার দিনক্ষণ জানিয়ে দেওয়া হল।

    আড়িপাতা কাণ্ডে বিভিন্ন মহল থেকেই সুপ্রিম কোর্টের তরফে স্বাধীন তদন্তের দাবি করা হচ্ছিল। কেন্দ্রের তরফে সাফ জবাব ছিল, বিশেষ তদন্তকারী দলের কোনও প্রয়োজনই নেই কারণ, পেগাসাস কাণ্ড নিয়ে যেসব অভিযোগ উঠছে তা সব ভুয়ো। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতাদের অভিযোগ, বাদল অধিবেশনের সময় ইচ্ছে করেই ভুয়ো বিতর্ক খাড়া করছে বিরোধীরা।রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে চিকিত্‍সক, বিজ্ঞানী, সাংবাদিকদের ফোনে আড়ি পাতা হচ্ছে ইজরায়েলি স্পাইওয়্যার-এর মাধ্যমে এমন অভিযোগ ওঠে। এমনকী পেগাসাসের সাহায্যে কেন্দ্র সরকারের এজেন্সিগুলো বিরোধী নেতা এবং সাংবাদিকদের ওপর নজরদারি চালাচ্ছে। অভিযোগ ওঠে এমনটাও।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments