More
    Homeজাতীয়প্রবল বৃষ্টির জেরে ধস উত্তরে, মৃত ১ শ্রমিক, নিখোঁজ ২

    প্রবল বৃষ্টির জেরে ধস উত্তরে, মৃত ১ শ্রমিক, নিখোঁজ ২

    ত্তরে বৃষ্টিপাতের জেরে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানার একাধিক জায়গা। কালিম্পঙে ১০ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস নেমেছে। এর ফলে সিকিমের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলার সময় ধস নামে। ধসের জেরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, নিখোঁজ ২। যুদ্ধকালীন তত্‍পরতায় চলছে ধস মেরামতির কাজ। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে উদ্ধারকারীরা।

    অন্যদিকে, প্রবল বর্ষণ এবং দফায় দফায় ধসের কারণে বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। এর ফলে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে সম্পূর্ণ রকম ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন। বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। শুক্রবার সকালে, মল্লি বাজারের সামনে ধস নামে।

    উল্লেখ্য, বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করেই সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলছিল। আচমকাই নামে ধস। তল্লাশি চালিয়ে ধনসিং ভাণ্ডারি নামে বছর পঁয়ত্রিশের এক শ্রমিকের দেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি, দার্জিলিংয়ের সিংমারির নিচে সংটম এলাকাও ধসের কবলে। ফলে বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ নম্বর জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত। যোগাযোগ ব্যবস্থার যাতে কিছুটা উন্নতি হয়, সেদিকে নজর দিচ্ছে প্রশাসন। বিপর্যস্ত এলাকাগুলিতে রয়েছে পূর্ত দফতরের কর্মীরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments