More
    Homeকলকাতাপ্রয়াত জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা জগন্নাথ গুহ

    প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা জগন্নাথ গুহ

    আবারও নক্ষত্র পতন বাংলা বিনোদন জগতে।কোভিডে আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে। এরপর কোভিড মুক্ত হয়ে ভুগছিলেন পুরনো কিডনির সমস্যায়। সোমবার রাত আটটা নাগাদ মৃত্যু হয় তাঁর।

    চলে গেলেন বাংলা চলচ্চিত্র জগতের আরেক উজ্জ্বল নক্ষত্র। করোনামুক্ত হওয়ার পর ফের ভুগছিলেন কিডনির ব্যাধিতে। চলছিল ডায়লিসিস। সোমবার ডায়লিসিস নেওয়ার পর আর শেষ রক্ষা হল না। কলকাতার বাড়িতে থাকতেন স্ত্রীয়ের সঙ্গে। জগন্নাথ গুহ ছিলেন প্রাক্তন এসআরএফটিআই  ডিন এবং শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। তাঁর সর্বাধিক উল্লেখযোগ্যর রচনাগুলির মধ্যে রয়েছে ‘সলিউশন এক্স’, ‘আবার যখের ধন’, ‘মনরমা কেবিন’, ‘ওগো প্রিয়তোমা’, ‘বর বউ খেলা’। হিন্দি ছবির পাশাপাশি হলিউডের ‘নেমসেক’ এবং ‘সিটি অফ জয়’-র মতো ছবিতেও তাঁর উপস্থিতি রয়েছে।

    ‘পুরুষোত্তম’, ‘ঘরে বাইরে আজ’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বড় পর্দার পাশাপাশি থিয়েটার ইন্ডাস্ট্রিতেও তাঁর অবদান রয়েছে। বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চ্যাট্টোপাধ্যায়ের  সঙ্গে ‘আরোহন’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। নাট্যদল ‘জিগির’-র উপদেষ্টা ছিলেন জগন্নাথ। এছাড়াও, তাঁর লেখা ‘জেরা’ নাটকটি সম্প্রতি মঞ্চস্থ হচ্ছে।

    ২০২০ সালে বিদায় নিয়েছেন একের পর এক তারকা। জগন্নাথ গুহ-র প্রয়াণে বাংলা বিনোদন জগতে নেমে এসেছে ফের শোকের ছায়া।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments