More
    Homeপশ্চিমবঙ্গপ্রাকৃতিক বিপর্যয় রুখতে প্রকৃতিই সহায়ক: নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা

    প্রাকৃতিক বিপর্যয় রুখতে প্রকৃতিই সহায়ক: নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা

    নবান্নে সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাইভ হাইলাইটস-

    • প্রতি বছর বাঁধ সারাচ্ছি, প্রতিবছর ভাঙছে। এত টাকা যদি আমি জলে বেঁধে দিই তাহলে তো জল আমায় বেঁধে দেবে।
    • সেচ দফতরের ইঞ্জিনিয়ররা অনেকে ভাল কাজ করেন। কিন্তু টিম লিডার ভাল না হলে সব কাজে ইচ্ছে থাকলেও উপায় থাকে না তাঁদের।
    • প্রাকৃতিক বিপর্যয় রুখতে প্রকৃতিই সহায়ক।
    • আগের বার যে গাছ কাটা হল সেই গাছগুলো গেল কোথায়? কখনও বন দফতর তুলে নিচ্ছে, কখনও কর্পোরেশন তুলছে। হিসেব থাকছে না। এতে স্বচ্ছতা প্রয়োজন।
    • আমি মুখ্যসচিবকে বলব এটা দেখতে।
    • দিনের পর দিন অপেক্ষা করব না। তিন দিনের মধ্যে রিপোর্ট চাই।
    • আমফান হয়েছে অনেক মাস হয়ে গেল। কলকাতাতেই কয়েক হাজার গাছ পড়েছিল।
    • আর একটা দুর্যোগ আসার আগে আমাদের প্রস্তুতি রাখতে হবে।
    • দিঘার সৌন্দর্যায়ন নষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী কাগজে এঁকে অফিসারদের বোঝালেন আগে কোন জায়গায় কী ছিল, দুর্যোগের পর কী অবস্থা দাঁড়িয়েছে। কোথায় বোল্ডার উঠে গিয়েছে, সিহকের পাশে বসার জায়গাগুলো কী ভাবে নষ্ট হয়েছে ইত্যাদি, প্রভৃতি। তিনি বলেন, যে ভাবে বোল্ডারগুলি বসানো হয়েছিল তা সঠিক ভাবে হয়নি।
    • দিঘার সমুদ্র তীরে হকারদের দোকানের যা ক্ষতি হয়েছে তা মেরামত করে দেওয়ার জন্য দিঘা উন্নয়ন পর্ষদকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তবে মন্দারমণির হোটেলে ক্ষতি হওয়া নিয়ে হোটেল মালিকদেরই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘ওরা পারলে সমুদ্রের মধ্যে ঢুকে যায়! আপনি সমুদ্রের উপর অত্যাচার করলে সমুদ্র সব সময় আপনাকে ক্ষমা করবে না।’
    • বাঁধ মেরামতি সহ দুর্যোগ কবলিত এলাকায় অন্যান্য কাজের টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিশেষজ্ঞ কমিটি গড়ে এই কাজ করার ক্ষেত্রে অফিসারদের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    • ১৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পাঁচ কোটি সুন্দরবন, পাঁচ কোটি উত্তর ২৪ পরগনা এবং পাঁচ কোটি দিঘায়। এই ম্যানগ্রোভ লাগানোর জন্য পরিবেশ দফতরকে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও এই কাজে যুক্ত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments