More
    Homeপশ্চিমবঙ্গপ্রাথমিক স্কুলে নিয়োগের দাবি নিয়ে ডিএলএড পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিক্ষোভ

    প্রাথমিক স্কুলে নিয়োগের দাবি নিয়ে ডিএলএড পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিক্ষোভ

    প্রাথমিক স্কুলে নিয়োগের দাবি নিয়ে ডিএলএড পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিক্ষোভ। মঙ্গলবার বহরমপুর থানার পঞ্চাননতলা মোড়ে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন। তাদের অভিযোগ, ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ডিএলএড উত্তীর্ণরা বঞ্চিত হয়েছেন। তাদের দাবি, দুর্গাপুজোর আগেই তাদের নিয়োগ করতে হবে।

    প্রাথমিক স্কুলে নিয়োগের দাবি নিয়ে ডিএলএড পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিক্ষোভ

    Read More-নির্দিষ্ট সময়ের আগেই আফগানিস্তান ছাড়ল মার্কিন সেনা, তালিবানদের ‘স্বাধীনতা’র উল্লাস

    বেশিরভাগ ডিএলএড উত্তীর্ণ পরীক্ষার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে। তাদের যদি দ্রুত নিয়োগ করা না হয় তাহলে তাদের বয়স বেড়ে যাবে তখন তারা সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হবেন। এদিন তাঁরা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আধিকারিককে ডেপুটেশন জমা দেন।

    Read More-BREAKING: আর্থিক তছরূপের মামলায় ইডি-র জেরার মুখে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজ

    আব্দুল আলিম নাম এক ডিএলএড উত্তীর্ণ পরীক্ষার্থী বলেন, ‘‌আমরা ২০১৪ সালে এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি। এনসিইআরটি-র নির্দেশিকা অনুযায়ী প্রাথমিক স্কুলে চাকরি পাওয়ার সমস্ত যোগ্যতা আমাদের রয়েছে। তবু কোনও এক অজ্ঞাত কারণে আজও আমরা প্রাথমিক স্কুলে নিয়োগ পাইনি।’‌
    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ডিএলএড উত্তীর্ণ পরীক্ষার্থীরা অনুরোধ করেন তাঁরা। বলেন, ‌’‌দ্রুত আমাদের কর্মস্থলে নিয়োগের অনুমোদন না দিলে আমাদের মধ্যে অনেকের আর সরকারি চাকরি পাওয়ার বয়স থাকবে না। আমরা আশা করছি রাজ্য সরকার দুর্গাপুজোর আগে সকল ডিএলএড উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সরকারি প্রাথমিক স্কুলে নিয়োগের ব্যবস্থা করবে। সরকার যদি সম্পূর্ণ বিষয়ে উদাসীন থাকে তবে আমরা পুজোর পর বৃহত্তর আন্দোলনের পথে যাব।’‌

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments