More
    Homeখবরপ্রেসিডেন্সিতে প্রদর্শনের মাঝেই নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিতর্কিত তথ্যচিত্র, অন্তর্ঘাতের দাবি SFI...

    প্রেসিডেন্সিতে প্রদর্শনের মাঝেই নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিতর্কিত তথ্যচিত্র, অন্তর্ঘাতের দাবি SFI এর।

    Today Kolkata:- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের মাঝেই বন্ধ হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে তৈরি বিতর্কিত তথ্যচিত্র। ইচ্ছা করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন কর্তৃপক্ষ। এর নেপথ্যে রাজ্য সরকারের ইন্ধন রয়েছে বলেই দাবি করেছে বাম ছাত্র সংগঠনের SFI।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) দেখানো হয়েছিল বিবিসির ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’ তথ্যচিত্রটি। পরের দিন অর্থাৎ শুক্রবার, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তা দেখানোর কথা ছিল। এসএফআইয়ের (SFI) অভিযোগ , তথ্যচিত্র শুরু হওয়ার আধ ঘণ্টা পরেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর নেপথ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস (Mayukh Biswas) বলেন, ‘‘ছাত্র বিরোধিতায় নরেন্দ্র মোদী (Narendra Modi) ও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে একই জায়গায় রয়েছেন, প্রেসিডেন্সির ঘটনা তারই প্রমাণ। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (Jaharlal Neheru University) মতো প্রেসিডেন্সিতে (Presidency University) বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে মোদীকে নিয়ে তথ্যচিত্র দেখানো না যায়।’’

    ময়ূখের আরও দাবি , শুক্রবার মোদীকে (Narendra Modi) নিয়ে তথ্যচিত্রটি মাত্র আধ ঘণ্টা দেখানো সম্ভব হয়, তার পরেই বিদ্যুৎ বন্ধ করে দেন কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি (Presidency University) রাজ্যের আওতায় থাকা বিশ্ববিদ্যালয়। সেখানে রাজ্যের অঙ্গুলিহেলন ছাড়া এমন পদক্ষেপ অসম্ভব বলেই মনে করেন ময়ূখ।

    প্রেসিডেন্সিতে প্রদর্শনের মাঝেই নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিতর্কিত তথ্যচিত্র, অন্তর্ঘাতের দাবি SFI এর।

    অমর্ত্য আদতে নোবেলজয়ী নন, বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্যে শোরগোল।

    মঙ্গলবার কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে তথ্যচিত্র দেখানো নিয়ে উত্তেজনা তৈরি হয়। সেখানে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI) এবং কংগ্রেসের পৃথক উদ্যোগের বিরোধিতা করে বিক্ষোভ করে এবিভিপি (AVBP) এবং বিজেপি (BJP) । এই ঘটনায় বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পিনারাই বিজয়নের পুলিশ।

    এই তথ্যচিত্র দেখানোর জন্য আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি চেয়েছিল এসএফআই (SFI)। তাদের তরফে জানানো হয়, প্রদর্শনের জন্য ব্যাডমিন্টন কোর্ট বুক করতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে (University Authority) একটি ই-মেল করা হয়। তার পরেও শুক্রবার বিপত্তি। এ নিয়ে প্রেসিডেন্সি কর্তৃপক্ষের (Ptesidency University Authority) কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত।

    সম্প্রতি বিবিসির এই তথ্যচিত্র প্রদর্শন নিয়ে শোরগোল পড়েছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (Jaharlal Neheru University)। বাম নেতৃত্ব অভিযোগ করে, ছবি প্রদর্শনের সময় বিজেপির ছাত্র সংগঠন এভিবিপি সদস্যরা পাথর ছোড়েন। যদিও দিল্লি পুলিশের তরফে জানানো হয়, এমন কোনও ঘটনা ঘটেনি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments