More
    Homeপশ্চিমবঙ্গপ্রয়াত পঞ্চায়েতমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে রাজ্যের বড় সিদ্ধান্ত

    প্রয়াত পঞ্চায়েতমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে রাজ্যের বড় সিদ্ধান্ত

    পঞ্চায়েত মন্ত্রীর মৃত্যুতে বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া। প্রিয় ‘সুব্রত দা’র প্রয়াণ ভেঙে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার যখন খবরটা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছয়, তখন কালীপুজোয় ব্যস্ত ছিলেন তিনি। খবরটা পেয়েই এক মুহূর্ত দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ।সঙ্গে সঙ্গে কলকাতার এসএসকেএম হাসপাতালে চলে আসেন তিনি।

    প্রয়াত পঞ্চায়েতমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে রাজ্যের বড় সিদ্ধান্ত

    Read More-রবীন্দ্র সদনে পৌঁছল প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ, শায়িত থাকবে বেলা ২টো পর্যন্ত

    যদিও সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ দেখেননি তিনি। ঘনিষ্ঠ মহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুব্রতদার মরদেহ আমি দেখতে পারব না।” জানা গিয়েছে, প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার রাজ্যের সমস্ত সরকারি কার্যালয়গুলোর জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি শোকবার্তাতেও স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী।

    তিনি লেখেন, “সুব্রতদা ছাত্র আন্দোলনে সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকেছেন। ছাত্র আন্দোলনের সময় থেকেই আমি তাঁর সঙ্গে থেকেছি, তাঁর নেতৃত্বে বড় হয়েছি। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং শারদীয়া দুর্গাপূজার সঙ্গেও যুক্ত ছিলেন।

    সুব্রতদার সঙ্গে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। তিনি আমার অগ্রজ ও অভিভাবকতুল্য ছিলেন। তাঁর প্রয়াণ আমার কাছে এক বিরাট ক্ষতি শুধু নয়, রাজ্যের তথা দেশের রাজনৈতিক জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments