More
    Homeকলকাতাপ্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়

    প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়

    আবারও নক্ষত্রপতন বঙ্গসংস্কৃতির মঞ্চে। রবিবার সাত সকালেই দুঃসংবাদ বাংলা বিনোদন জগতে। ফেলুদার পর চলে গেলেন মছলিবাবা মনু মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন অভিনেতা। শেষ কয়েক মাস একেবারেই শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। এদিন কসবার বাড়িতেই মৃত্যু হয় ৯০ বছর বয়সী অভিনেতার। তাঁর হৃদযন্ত্রের সমস্যা দেখা গিয়েছিল বছর খানেক আগেই।

    ১৯৩০ সালে কলকাতায় জন্মেছিলেন মনু মুখোপাধ্যায়। যদিও তাঁর আসল নাম ছিল সৌরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তবে অভিনয়জগতে খ্যাতি পেয়েছিলেন মনু নামেই। ১৯৫৯ সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’। সেই সিনেমাতেই প্রথমবার দেখা গিয়েছিল এই অভিনেতাকে। তবে তার আগে নাটক করতেন তিনি। পর্দায় অবশ্য সেটাই ছিল প্রথম আত্মপ্রকাশ। ‘মৃগয়া’, ‘জয়বাবা ফেলুনাথ’, ‘গণশত্রু’, ‘সাহেব’, ‘প্রতিদান’ সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। নিয়মিত তাঁকে দেখা গিয়েছে ছোট পর্দার সিরিয়ালেও। একই সঙ্গে সুজাতা সদন, মিনার্ভা, বিশ্বনাথ মহল, রং মহল, স্টার থিয়েটারেও নাটকের কাজ করে গিয়েছেন তিনি। হৃদযন্ত্রের সমস্যা থাকায় দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। রবি সকালে তা থেকে পেয়ে গেলেন চিরকালীন ছুটি। আজই কেওড়াতলা মহাশ্মশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। আর্টিস্ট ফোরামের তরফেই শেষকৃত্যর তদারকি করা হচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments