More
    Homeরাজনৈতিকফের জামিনের আবেদন খারিজ পার্থ -সহ সাতজনের।

    ফের জামিনের আবেদন খারিজ পার্থ -সহ সাতজনের।

    Today Kolkata:- ফের পার্থ, সুবীরেশদের জামিনের আবেদন খারিজ হল আদালতে। আরও ১৪ দিন জেলেই থাকতে হবে তাঁদের। মামলার পরের শুনানি হবে ১২ ডিসেম্বর। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জন জামিনের আবেদন করেন। এর বিরোধিতা করে সিবিআই। এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী সওয়াল করেন, তাঁর মক্কেলের নাম নিয়োগ দুর্নীতি মামলার এফআইআরে নেই, তাই তাঁকে জামিন দেওয়া হোক।

    উল্লেখ্য, গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। পরবর্তীকালে জেল হেফাজতে থাকাকালীন সিবিআই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করে। এদিন সিবিআইয়ের মামলার ভিত্তিতেই আদালতে পেশ করা হয় পার্থ-সহ বাকিদের। তবে এবারও কোনও লাভই হয়নি৷ ১২ ডিসেম্বর পর্যন্ত পার্থ-সহ ৭ জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের বিচারক রানা দাম। পার্থের আইনজীবীর প্রশ্ন, তদন্তের নামে আর কত দিন এ ভাবে বন্দি থাকতে হবে তাঁর মক্কেলকে।‘‘কেন্দ্রীয় এজেন্সি সব ঠিক করছে না।’’ অভিযোগ রানা দামের।

    এদিকে এখনও দলের উপরেই আস্থা রয়েছে পার্থর৷ আদালতে ঢোকার সময় সাংবাদিকরা প্রশ্নের উত্তরে তিনি বলেন, পঞ্চায়েত ভোটে কে জিতবে? জবাবে আত্মবিশ্বাসের সঙ্গে দু’ বার পার্থ বলেন, ‘তৃণমূল, তৃণমূল৷’ এই প্রথম নয়, এর আগেও জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বেরনোর সময়ও পার্থ দাবি করেছিলেন, তিনি দলের সঙ্গেই আছেন৷ বারংবার পার্থ এই ধরনের বার্তা দিলেও এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে তাঁর সম্পর্কে কোনও নমনীয় মনোভাব দেখায়নি৷ বিষয়টি বিচারাধীন বলেই এড়িয়ে গিয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতারা৷

    ফের জামিনের আবেদন খারিজ পার্থ-সহ সাতজনের।

    ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরালের হুমকি , হবু কনের পরিবারকে হুমকি চিঠি দিয়ে টাকা আদায়ের চেষ্টা , গ্রেপ্তার অভিযুক্ত

    MORE NEWS – কেন শীতবস্ত্র বিডিও অফিসে?’ ভাষণ থামিয়ে মঞ্চে বসে রইলেন ক্ষুব্ধ মমতা।

    ‘যতক্ষণ না পর্যন্ত শীতবস্ত্র আনা হচ্ছে ততক্ষণ আমি মঞ্চে বসে থাকব“। মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সভা থেকেই প্রশাসনিক আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন রণংদেহি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীতকালে অঞ্চলের মানুষদের ১৫ হাজার শীতবস্ত্র হিঙ্গলগঞ্জে নিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সরকারি অনুষ্ঠান শুরু হওয়ার পরে মুখ্যমন্ত্রী সেই শীতবস্ত্র দেওয়ার উদ্যোগ নেন। সেই সময় আধিকারিকরা জানান, তাঁর আনা শীতবস্ত্র পড়ে রয়েছে বিডিও অফিসে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments