More
    Homeপশ্চিমবঙ্গফের দিল্লি সফরে রাজ্যপাল জগদীপ ধনখড়, শুরু রাজনৈতিক জল্পনা

    ফের দিল্লি সফরে রাজ্যপাল জগদীপ ধনখড়, শুরু রাজনৈতিক জল্পনা

    শনিবার সকালে দমদম বিমানবন্দর থেকে বিমানে দিল্লি গেলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর। তবে তিনি। ঠিক কী কারণে তাঁর এই দিল্লি যাত্রা তা জানা যায়নি। তবে লক্ষ্যণীয় ভাবে যা চোখে পড়েছে তা হল দু’টি টুইটে তিনি লিখে গিয়েছেন গীতার বাণী। যা সাধারণত তিনি করেননা। দিল্লি গেলে তিনি সাধারণত এটা লিখে দেন সেখানে গিয়ে তিনি কার কার সঙ্গে দেখা করতে পারেন। এবারে কিন্তু তিনি তা করেননি। বরঞ্চ গীতার শ্লোক তুলে ধরেছেন। আর সেখানেই তৈরি হয়েছে কৌতুহল।

    রাজ্যপাল হিসাবে বাংলার দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকড়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার তোপ দেগেছেন তিনি। পুলিশের ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন। অসন্তোষের কথা কখনও টুইটে আবার কখনও চিঠি দিয়ে নবান্নকে জানিয়েছেন তিনি। কার্যত একুশের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে রাজ্যপালই রজায়ের শাসক দলের সঙ্গে বিবাদের ক্ষেত্রে অন্যতম প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন। যদিও সেই সব বাধা পেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছে। কিন্তু তারপরও এতটুকুও বদলাননি রাজ্যপাল। বরঞ্চ নতুন করে আক্রমণ শানিয়ে যাচ্ছেন। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির সুরে সুর মিলিয়ে সরব হওয়ার বিজেপি সমর্থক ও কর্মীদের সঙ্গে জেলায় হেলায় গিয়ে দেখা সাক্ষাত্‍ এসবই চালিয়ে যাচ্ছেন তিনি নিজের মর্জি মতো। বিধানসভার বাজেট অধিবেশনের বক্তৃতা নিয়েও রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। তাই রাজ্যপালের আচমকা এই দিল্লি সফর নিয়ে নয়া জল্পনা মাথাচাড়া দিয়েছে। ঠিক কী কারণে হঠাত্‍ করে শনিবার সকালের বিমানে তড়িঘড়ি দিল্লি পাড়ি দিলেন তিনি, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments