More
    Homeজাতীয়ফের বাড়ছে করোনার প্রকোপ! পাঁচ রাজ্য থেকে দিল্লি প্রবেশ করতে বাধ্যতামূলক কোভিড...

    ফের বাড়ছে করোনার প্রকোপ! পাঁচ রাজ্য থেকে দিল্লি প্রবেশ করতে বাধ্যতামূলক কোভিড নেগেটিভ রিপোর্ট

    শনিবার থেকে পাঁচ রাজ্য থেকে যারা দিল্লিতে আসবেন, তাদের বাধ্যতামূলক ভাবে দেখাতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট। এই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশ, পঞ্জাব ও ছত্তিশগড়। অর্থাৎ আরটি-পিসিআর টেস্ট না করে এই পাঁচ রাজ্য থেকে দিল্লিতে প্রবেশ করা যাবে না।

    এই রাজ্যগুলিতে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। শুধু ফ্লাইটে নয়, যারা বাস ও ট্রেনে আসবেন, তাদেরকেও আরটি-পিসিআর রিপোর্ট নিয়ে আসতে হবে। দিল্লিতে আসার ৭২ ঘণ্টার মধ্যে এই রিপোর্ট করাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে কমপক্ষে ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৫ মার্চ দুপুর ১২টা অবধি এই নিয়ম বলবৎ থাকবে।

    তবে যারা গাড়িতে আসবেন, তাদের করোনা নেগেটিভ রিপোর্ট লাগবে না। তবে যারা ফ্লাইটে আসছেন, তাদের চেক হবে। একই ভাবে রেলওয়ে স্টেশন ও অন্তঃরাজ্য বাস টার্মিনাসেও দিল্লি সরকারের পক্ষ থেকে নজরদারি রাখা হবে এই পাঁচ রাজ্য থেকে আগত যাত্রীদের জন্য।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments