More
    HomeUncategorized'ফেসবুক' এখন 'মেটা'! ঘোষণা জুকারবার্গের

    ‘ফেসবুক’ এখন ‘মেটা’! ঘোষণা জুকারবার্গের

    মার্কিন মুলুক থেকে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক লাইভ স্ট্রিমে ঘোষণা করে দেন যে ফেসবুক এবার থেকে ‘মেটা’ নাম নিয়ে বাজারে আসছে। এদিকে, সংস্থার লোগোতেও পরিবর্তন দেখা যায়। একটি ইনফিনিটি চিহ্নের মতো দেখতে লোগো নিয়ে বাজারে নামছে ‘মেটা’। মূলত ব্যবসায়িক কিছু দিক নিয়ে এই বড়সড় পরিবর্তন বলে জানা গেলেও, আপামর সাধারণ মানুষের প্রশ্ন তাঁদের ফেসবুক অ্যাকাউন্টে কোনও পরিবর্তন হবে কিনা! কোন কোন নতুন ফিচার তাঁদের ফেসবুক অ্যাকাউন্টে আসবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। একনজরে দেখে নেওয়া যাক, মার্ক জাকারবার্গের সংস্থা ফেসবুকে কোন কোন পরিবর্তন নিয়ে এসেছে।

    ‘ফেসবুক’ এখন ‘মেটা’! ঘোষণা জুকারবার্গের

    Read More-আজ জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    মূলত , এই নামের পরিবর্তনের নেপথ্যের কারণ লাইভ স্ট্রিমেই জানিয়ে দিয়েছেন মার্ক জাকারবার্গ। তিনি জানিয়েছেন, মেটাভার্সে বিনিয়োগকে সামনে রেখেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। ফলে মেটাভার্সের দিকে তাকিয়ে ফেসবুক থেকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নির্মাণকারী সংস্থা আপাতত মেটা হতে চলেছে। তিনি জানিয়েছেন সামাজিক ইস্যু গুলির সঙ্গে লড়াই করার পরিস্থিতি নিয়ে গত কয়েক বছরে আমরা অনেকেই অনেক কিছু শিখেছি। একটি ক্লোজস প্ল্যাটফর্মে থেকে এই অভিজ্ঞতা পাওয়া গিয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে জাকারবার্গের বার্তা ‘ যা শিখেছি তাকে সঙ্গে নিয়ে চলা আর পরবর্তী অধ্যায় নির্মাণে তাকে পাথেয় করা’।

    Read More-করোনা আবহে বদলাচ্ছে ক্লাসের সময়সূচি, গাইডলাইন প্রকাশ করল মধ্য শিক্ষা পর্ষদ

    উল্লেখ্য, আগামী দশকে মেটাভার্স কয়েক বিলিয়ন মানুষের কাছে সহজেই পৌঁছে যাবে বলে দাবি করছেন মার্ক জাকারবার্গ। এর হাত ধরে নতুন প্রযুক্তি বহু বহু কাজের সুযোগ গড়ে দেবে বলে মনে করছেন তিনি। এদিকে, ২০১৭ সালে মার্কের স্ত্রী চ্যানের সংস্থা চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ একটি ক্যানাডিয়ান সংস্থাকে কিনে নেয়। যে সংস্থাটি ছিল একটি সাহিত্য বিষয়ক বিশ্লেষক সংস্থা। আর তার নাম ছিল ‘মেটা’। ফলে ক্রমেই ‘মেটা’র নাম রহস্যের নেপথ্যের কাহিনি গভীর হচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments