More
    Homeকলকাতাবড়দিনে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন, উধাও শীতের আমেজ।

    বড়দিনে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন, উধাও শীতের আমেজ।

    Today Kolkata:- বড়দিনে আবহাওয়ায় (Winter) ব্যাপক পরিবর্তন , উধাও শীতের আমেজ। আবহাওয়া (Weather) দপ্তর সূত্রে খবর , শনিবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর ফলেই বড়দিনে তাপমাত্রা (Temparature) বেড়েছে রাজ্যে। রাজ্যজুড়েই ঊর্ধ্বমুখী পারদ। বড়দিনে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গে (North Bengal)। ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত উত্তর পশ্চিম , মধ্য ও পূর্ব ভারতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

    বড়দিনে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন , উধাও শীতের আমেজ

    বড়দিনে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন , উধাও শীতের আমেজ

    হাওয়া অফিস জানিয়েছে , বছরের শেষে ফিরতে পারে শীত (Winter)। দক্ষিণবঙ্গেও (South Bengal) হালকা কুয়াশা। রোদ ঝলমলে আবহাওয়া। বৃষ্টির (Rain) কোন সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তাপমাত্রা (Temparature) ক্রমশ বাড়বে।

    বড়দিনে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন, উধাও শীতের আমেজ।

    MORE NEWS – চিন থেকে ফিরে করোনা আক্রান্ত এ রাজ্যের যুব , সিল করা হল বাড়ি, নিভৃতবাসে আক্রান্ত।

    করোনার (Covid) নয়া রুপ এবার ঢুকে পড়ল এ রাজ্যে। চীন থেকে ভারতে ফিরে করোনা আক্রান্ত এ রাজ্যের যুবক। পরীক্ষার মাধ্যমে যুবকের রিপোর্ট পজিটিভ জানা যায়। প্রসঙ্গত , করোনা ভাইরাসের নয়া রুপ বিএফ.৭ এর দাপটে বিপর্যস্ত চিন। এবার চিন থেকে ভারতে ফিরে করোনা আক্রান্ত হলেন আগরার যুবক। গত ২৩ ডিসেম্বর দেশে ফিরে বেসরকারি পরীক্ষাগারে করোনা পরীক্ষা (Covid Test) করান। বর্তমানে রিপোর্ট পজিটিভ হওয়ায় বাড়ির সিল করে দেওয়া হয়েছে। আক্রান্ত যুবক রয়েছেন নিভৃতবাসে। কে কে ওই যুবকের সংস্পর্শে এসেছেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে। CONTINUE READING

    MORE NEWS – ”তারিখের রাজনীতির উপর বিজেপি ভরসা করে না ” , ফের একবার শুভেন্দুকে বিঁধলেন দিলীপ ঘোষ।

    বর্ধমানে বিজেপির (BJP) দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তারিখ রাজনীতির বিষয়ে মুখ খুললেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্পষ্ট জানিয়ে দিলেন , ” বিজেপি তারিখের উপর ভরসা করে রাজনীতি করে না ”। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তারিখ রাজনীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। তবে তারিখ নিয়ে সাসপেন্স থাকলেও আদতে কিছুই হয়নি। তবে কি শুভেন্দুর ‘তারিখ রাজনীতি’ বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে ? এর উত্তরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “বিজেপি কোনও তারিখের উপরে নির্ভর করে না। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments