More
    Homeঅফবিটবন্ধ সমস্ত বিজ্ঞাপন, বোর্নভিটার বিরুদ্ধে কড়া পদক্ষেপ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

    বন্ধ সমস্ত বিজ্ঞাপন, বোর্নভিটার বিরুদ্ধে কড়া পদক্ষেপ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

     

     

     

    কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একজন ইনফ্লুয়েন্সার লেখেন যে এনার্জি ড্রিংস বনভিটায় নাকি অস্বাস্থ্যকর উপাদান আছে। এরপরেই অভিভাবকদের মধ্যে আলোচনা শুরু হয়। নানান মানুষ নানান কমেন্ট করতে থাকেন। সেই দেখে এই বিষয়ে হস্তক্ষেপ করে জাতীয় শিশু সুরক্ষা কমিশন (NCPCR)। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে বোর্নভিটার সমস্ত বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিয়েছে। এবং সাত দিনের

    ্যমধ্যে বন্দিটার উপাদান পরীক্ষা করে সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

     

    মার্কিন সংস্থা মনডেলেজের অধীনস্থ ক্যাডবেরি (Cadbury) কোম্পানিই তৈরি করে জনপ্রিয় এনার্জি ড্রিংক বোর্নভিটা। এই এনার্জি ড্রিংকস এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় রেভান্ত হিমাতসিংকা নামে এক সোশ্যাল মিডিয়ার গ্রাহক একটি ভিডিও প্রকাশ করে লেখেন যে বোর্নভিটায় চিনি, চকোলেটের মতো ক্ষতিকর উপাদান রয়েছে। আর এই বোর্নভিটা পান করার ফলে ক্যান্সার এবং অন্যান্য ক্ষতি কার রোগের সম্ভাবনা বেড়ে যেতে থাকে। তবে ভিডিও প্রকাশের কদিনের মধ্যেই ওই ভিডিওটি গ্রাহকটি ডিলিট করে দেন।

     

    ভিডিও ডিলিট করার কারণ হিসেবে গ্রাহকটি বলেন যে বোর্নভিটা প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে তাঁকে নোটিস পাঠানো হয়েছিল। এরপরে ওই গ্রাহকটি ভিডিওটি ডিলিট করে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন যে সংস্থার বিরুদ্ধে মামলা লড়ার ক্ষমতা তার নেই। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বোর্নভিটা প্রস্তুতকারী সংস্থা। বোর্নভিটার তরফে জানানো হয়, “ওই ভিডিওর মাধ্যমে প্রভাবিত হয়েছের ক্রেতারা। আমাদের পণ্যের উপর থেকে আস্থা হারিয়েছেন তাঁরা।”

     

    ইতিমধ্যে বুধবার ক্যাডবেরিকে নোটিস পাঠিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। সেখানে বলা হয়েছে, “কমিশন জানতে পেরেছে, বোর্নভিটাতে উচ্চমাত্রায় চিনি ও অন্যান্য ক্ষতিকারক উপাদান রয়েছে। এই পানীয় গ্রহণ করে শিশুদের শরীরে নানা সমস্যা হতে পারে। তাছাড়াও এফএসএসএআই সংক্রান্ত নিয়মাবলি মেনে পণ্যের সমস্ত গুণাগুণ প্রকাশ করা হয়নি।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments