More
    Homeরাজ্যবাঁকুড়ার কোতুলপুর বিধানসভা কেন্দ্রে দলীয় কার্যালয়ে বোমা বিস্ফোরণ, মৃত্যু ২ তৃণমূল কর্মীর

    বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা কেন্দ্রে দলীয় কার্যালয়ে বোমা বিস্ফোরণ, মৃত্যু ২ তৃণমূল কর্মীর

    একুশের ভোট গ্রহণের দিন যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে বাংলার রাজনীতি। প্রথম দফার নির্বাচনের ঠিক আগের দিন অর্থাত্‍ ২৬ মার্চ বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুরের উত্তরপাড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হন ৫ তৃণমূল কর্মী। আর সেই আহত ৫ জনের মধ্যে এদিন ২ জনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক তাঁদেরকে বাঁকুড়া থেকে ২৬ মার্চ রাতেই কলকাতায় আনা হয়েছিল। এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন তাঁরা। মৃত ২ জনের নাম ইয়াজুল মোল্ল ও মোসরেক আলি খাঁ। তাঁদের আত্মীয় পরিজনের কথায় জয়পুরের উত্তপাড়ায় তাঁরা তৃণমূল করতেন। এই ঘটনায় আহত আরও ৩ জনের অবস্থাও সংকটজনক। কীভাবে এত বড় বিস্ফোরণ ঘটল দলীয় কার্যালয়ে তার আসল কারণ এখনও উঠে আসেনি। গোটা ঘটনার তদন্ত করে দেখছে জয়পুর থানার পুলিশ। কীভাবে এত বোমা এল তৃণমূলের দলীয় কার্যালয়ে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কারা কারা অভিযুক্ত সেই বিষয়েও গ্রামে খোঁজখবর নিচ্ছে পুলিশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments