More
    Homeঅনান্যবালুরঘাট শহরে স্কুলপড়ুয়া দের সাথে জেলাশাসক ও পুলিশ সুপার, সবুজ সাথী সাইকেল...

    বালুরঘাট শহরে স্কুলপড়ুয়া দের সাথে জেলাশাসক ও পুলিশ সুপার, সবুজ সাথী সাইকেল রেলি।

    বালুরঘাট, বিদ্যুৎ কুমার মাহাত:- রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জেলা প্রশাসন বাংলার উন্নয়নের 11 বছর পালন করছে। অনুষ্ঠানের অংশ হিসেবে আজ বুধবার সকালে প্রশাসনের পক্ষ থেকে একটি সবুজ সাথী সাইকেল রালি আয়োজন করা হয়। এই সাইকেল রেলি বালুরঘাট স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়। বালুরঘাট শহরের বিভিন্ন এলাকা ঘুরে বালুরঘাট হাইস্কুলে শেষ হবে। এদিন এই সাইকেল রালিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম সহ অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন ছাত্র-ছাত্রীদের পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপার নিজেরা সাইকেল চালিয়ে এই সাইকেল রালি কে উৎসাহ দান করেন। এই সাইকেল রালি ঘিরে ছাত্রছাত্রীসহ জেলা প্রশাসনের উৎসাহ এবং উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো। বালুরঘাট শহরে,বালুরঘাট শহরে

    বালুরঘাট শহরে স্কুলপড়ুয়া দের সাথে জেলাশাসক ও পুলিশ সুপার, সবুজ সাথী সাইকেল রেলি।

    MORE NEWS – জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে সংযোগ ও সমাধান কর্মসূচি দাঁতনের রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

    বেলদা, জোড়াগেড়িয়া:- পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সংযোগ ও সমাধান কর্মসূচি আয়োজিত হল দাঁতন দু নম্বর ব্লকের রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। মূলত রাজ্য সরকারের পাড়ায় সমাধান কর্মসূচির মতন জেলা পুলিশের উদ্যোগে প্রতিটি থানার বুথ স্তরে এলাকাবাসীদের সঙ্গে নিবিড় সংযোগ ও সমস্যার সমাধানের লক্ষ্যে এই সংযোগ ও সমাধান কর্মসূচির আয়োজন। জেলার থানা এলাকাগুলিতে যে সকল সমস্যাগুলি মূলত আলাপ আলোচনা ও বিভিন্ন পদ্ধতির মাধ্যমে থানায় সমাধান করা যেতে পারে সেই সকল সমস্যাগুলিকে পাড়ার বুথ স্তরে সমাধান করার লক্ষ্যে এবং মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করার লক্ষ্যে এই জনসংযোগ ও সমাধান কর্মসূচির আয়োজন। সেইমতো পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে থানা এলাকার দাঁতন দু নম্বর ব্লকের সাবড়ার রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে, CONTINUE READING

    LPG গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা গৃহ কর্তা, ঘটনাস্থলে দমকল।

    লক্ষাধিক টাকার বোর্ড মানি সহ সাতজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    “গভর্নর যাঁকে বলেছিলেন তিনিই শপথ নিচ্ছেন, তাহলে এত নাটক করার কী দরকার” বললেন দিলীপ ঘোষ।

    অশনি ঝড় নিয়ে আজ দমকল মন্ত্রী সুজিত বোস তার আধিকারিকদের নিয়ে বিকাশ ভবনের দমকল দফতরে মিটিং করেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments