More
    Homeরাজনৈতিকবিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গের জন্য বিশেষ জোর দেওয়া হবে, শিলিগুড়িতে মেট্রো প্রকল্প...

    বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গের জন্য বিশেষ জোর দেওয়া হবে, শিলিগুড়িতে মেট্রো প্রকল্প গড়া হবে’: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    ২০১৯ উত্তরবঙ্গ থেকে ব্যাপক ভোট পায় বিজেপি। যার ভরে রাজ্যে লোকসভায় ১৮ টি আসন পায় গেরুয়া শিবির। একদা বামেদের ভোটব্যাঙ্ক উত্তরবঙ্গ এখন বেশিরভাগটাই বিজেপির দখলে। তাই উত্তরবঙ্গের জন্য বিশেষ পরিকল্পনার কথা চলতি বিধানসভা নির্বাচনের সংকল্প পত্রে জানিয়েছিল বিজেপি। আজ কলকাতায় সাংবাদিক সম্মেলন করে ফের সেই বিষয়ে উল্লেখযোগ্য দিক গুলি তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে বিঁধে জানিয়েছেন, ‘ তৃণমূল সরকার শুধু ভোটের রাজনীতি করে। উত্তরবঙ্গের জন্য বিশেষ করে রাজবংশী মানুষ ও গোর্খাদের জন্য কিছুই করেনি মমতার সরকার। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গের জন্য বিশেষ জোর দেওয়া হবে। শিলিগুড়িতে মেট্রো প্রকল্প গড়া হবে।’

    প্রসঙ্গত, আগামীকালই চতুর্থ দফায় উত্তরবঙ্গে ভোট শুরু। কোচবিহারের ভোটগ্রহণ রয়েছে, রাজনৈতিক মহলের ধারণা, সেই কারণে আজ কলকাতায় এসে ফের উত্তরবঙ্গের প্রতি বিজেপির প্রীতি দেখাতে চেয়েছেন অমিত শাহ। এদিন তিনি আরও জানিয়েছেন, ‘ উত্তরবঙ্গের উন্নয়ের জন্য আলাদা বোর্ড গঠন করা হবে। নারায়নী ব্যাটালিয়ন গড়া হবে। মদন মোহন মন্দির, শিবচন্ডি মন্দির, ঠাকুর পঞ্চানন বর্মার মন্দিরের উন্নয়নে বিপুল অঙ্কের আর্থিক সাহায্য করা হবে। ঠাকুর পঞ্চানন বর্মার নামে একটি সংগ্রহশালা গড়া হবে। কলকাতার সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ দ্রুত করতে নেতাজি এক্সপ্রেসওয়ে বানানো হবে। সুচিকিত্‍সার জন্য শিলিগুড়িতে এইমস গড়া হবে। বাগডোগরা বিমানবন্দর কে আন্তর্জাতিক তকমা দেওয়া হবে।’

    রেলমন্ত্রী থাকাকালীন কলকাতার সঙ্গে আশেপাশের জেলাকে নিয়ে মেট্রো প্রকল্পের চিন্তাভাবনা আগেই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহত্তর কলকাতার যাত্রাপথ সুগম করতে একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার উত্তরবঙ্গের সদর শহর শিলিগুড়িতে মেট্রো প্রকল্পের ঘোষণাকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments