More
    Homeপশ্চিমবঙ্গবিশ্বভারতীর ৩ পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হাইকোর্টের

    বিশ্বভারতীর ৩ পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হাইকোর্টের

    বিশ্বভারতীর ৩ পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ৩ পড়ুয়াকে আগামীকাল থেকেই ক্লাসে যোগদানের নির্দেশ।

    বিশ্বভারতীর ৩ পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হাইকোর্টের

    Read more-আইকোর চিটফান্ড মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে CBI তলব

    এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এদিন এই ঘটনার রায়ে জানিয়েছেন, ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ পড়ুয়াকে বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছে তা কার্যত লঘু পাপে গুরু দন্ডের সমান। তাঁরা এমন কোনও অপরাধ করেননি যে তাঁদের এই শাস্তি দিতে হবে। বহিষ্কার প্নেক বড় শাস্তি। তাই বহিষ্কারের এই সিদ্ধান্তের ওপর অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। উপাচার্য যদি নিজেকে আইনের উর্ধ্বে ভাবেন তাহলে তাঁকে আদালতই উচিত শিক্ষা দেবে। তবে পড়ুয়াদেরও বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের আন্দোলন প্রত্যাহার করতে হবে। আগামিকাল থেকেই বহিষ্কৃত ৩ পড়ুয়া সব ক্লাসে যোগ দিতে পারবে। অধ্যাপকদের মধ্যেও যারা সাসপেন্ড বা বহিষ্কার হয়েছেন তাঁরাও সুবিচারের জন্য আদালতে আবেদন করতে পারবেন।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments