More
    Homeপশ্চিমবঙ্গবেসরকারি সংস্থাগুলিকে সমস্ত কর্মীদের পুজোর বোনাস দেওয়ার আর্জি রাজ্য় সরকারের

    বেসরকারি সংস্থাগুলিকে সমস্ত কর্মীদের পুজোর বোনাস দেওয়ার আর্জি রাজ্য় সরকারের

    বেসরকারি সংস্থাগুলিকে সমস্ত কর্মীদের পুজোর বোনাস দেওয়ার আর্জি জানাল রাজ্য় সরকার। শুধু তাই নয় গতবছর যে হারে বোনাস দেওয়া হয়েছিল চলতি বছর যেন সেই হার কমানো না হয়। বুধবারই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্ন থেকে। করোনা অতিমারীর জেরে অনেক সংস্থাই গত বছর বোনাসের হার কমিয়ে দিয়েছিল। তাই এই বছর পুজোর আগেই রাজ্য় সরকার সমস্ত বেরসকারি সংস্থাগুলির কাছে অনুরোধ করল যাতে বোনাস কমানো না হয়।

    বেসরকারি সংস্থাগুলিকে সমস্ত কর্মীদের পুজোর বোনাস দেওয়ার আর্জি রাজ্য় সরকারের

    Read More-টর্নেডোয় লণ্ডভণ্ড পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, ভাঙল শতাধিক বাড়ি, উপড়ে পড়ল গাছপালা

    গত বছর করোনার জেরে রাজ্য়জুড়েই চালু ছিল লকডাউন পরিস্থিতি। পুজো হলেও বন্ধ ছিল গণপরিবহণ। ফলে বন্ধ ছিল বহু কল-কারখানা ও বেসরকারি সংস্থা। তবুও রাজ্য় সরকারের অনুরোধে বেশিরভাগ বেসরকারি সংস্থাই পুজোর বোনাস দিয়েছিল কর্মীদের। এবারও রাজ্য সরকারের শ্রম দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল গত বছরের তুলনায় কম বোনাস যেন না দেওয়া হয় এবার। এবং সমস্ত বেসরকারি সংস্থাগুলিকে যাদের পশ্চিমবঙ্গে শাখা আছে তাঁদের কর্মীদের পুজোর বোনাস দেওয়ার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি সংস্থাগুলির কাছে রাজ্য সরকারের আর্জি যতটা বেশি সম্ভব পুজোর বোনাস দেওয়া হোক। এই করোনা পরিস্থিতিতে মানবিকতার খাতিরেই এই আর্জি জানানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। রাজ্য়ের এই বিজ্ঞপ্তির খবর প্রকাশ হতেই খুশির হাওয়া কর্মচারীদের মধ্য়ে।

    Read more-অটোমেটিক রুটের মাধ্যমে টেলিকম ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদন

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments