More
    Homeআন্তর্জাতিকবোমা বিস্ফোরণে জখম মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদ, ভর্তি হাসপাতালে

    বোমা বিস্ফোরণে জখম মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদ, ভর্তি হাসপাতালে

    বোমা বিস্ফোরণে জখম হলেন মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদ্বীপের রাজধানী মালেতে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মালদ্বীপের পার্লামেন্ট স্পিকার হলেন মহম্মদ নাশিদ। তিনি মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি বা এমডিপি-র সক্রিয় সদস্য। কীভাবে তিনি বিস্ফোরণের মুখোমুখি হলেন, এর পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন মালদ্বীপ সরকারের তরফে অফিসিয়াল বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘দেখে মনে হচ্ছে এক ধরনের বিস্ফোরক পদার্থ ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের সামনে রাখা একটি মোটরসাইকেল থেকে ওই বিস্ফোরণ হতে পারে। তদন্ত চলছে।’ মালের বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের ভয়াবহ শব্দ গোটা শহর জুড়েই শোনা গেছে। তবে ঠিক কতটা জখম হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি এখনও তা স্পষ্ট জানা যায়নি। নাশিদের সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা থাকতেন আহত হয়েছেন তাঁরাও। অন্তত একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলেই খবর। ২০১৯ সালে মালদ্বীপের ভোটে এমডিপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। তারপরেই পার্লামেন্টের স্পিকার পদে নিযুক্ত হন মহম্মদ নাশিদ। বর্তমানে তাঁর বয়স ৫৩। এটিই ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় ক্ষমতাশালী পদ। মালদ্বীপে গণতান্ত্রিক পদ্ধতিতে নিযুক্ত প্রথম রাষ্ট্রপতি নাশিদ। ২০০৮ সালে এই পদে নিযুক্ত হন তিনি। নাশিদের উপর এই হামলার তীব্র সমালোচনা করেছেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ শাহিদ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments