More
    Homeপশ্চিমবঙ্গভবানীপুর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল

    ভবানীপুর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল

    ভবানীপুর উপনির্বাচনে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। যিনি একজন আইনজীবী। আর প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সুতরাং ভবানীপুর বাড়তি গুরুত্ব পাচ্ছেই। এদিন তাঁর সঙ্গে মনোনয়ন পেশের সময় ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক সাংসদ অর্জুন সিং, দীনেশ ত্রিবেদী–সহ আরও অনেকে।

    ভবানীপুর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল

    Read more-এবার সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে তলব করতে চলেছেন বিধানসভার স্পিকার

    এদিন একটা ছোট মিছিলও করা হয়। মনোনয়ন পেশের আগে গোল মন্দিরে পুজো দেন প্রিয়াঙ্কা। সেখানে ঢাক–ঢোল বেজে ওঠে। ধুনুচি হাতে নাচেন অনেকে। মন্দিরে গিয়ে পুজো দেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। তারপরেই তিনি সুর চড়িয়ে বলেন, ‘‌খেলার শেষ দেখে ছাড়ব।’‌ অর্থাৎ তিনি যে লড়াই করতে প্রস্তুত তা স্পষ্ট ভাষায বুঝিয়ে দেন তিনি।

     

    ভিক্টোরিয়ায় সকালে জনসংযোগ করতে বেরিয়ে আগের দিন তিনি বলেছিলেন, ‘‌ওঁর ওজন বেশি। তাই উনি হেভিওয়েট।’‌ যদিও তৃণমূল কংগ্রেস মাঠে–ময়দানেই বুঝে নিতে চাইছেন। বিজেপি প্রার্থীর এই মন্তব্যের প্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘‌বিজেপি নেতাদের লজ্জা হওয়া উচিত। কোনও উপযুক্ত নেতা খুঁজে পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাই মেয়ের বয়সিকে প্রার্থী করেছে।’‌

    উল্লেখ্য, একুশের নির্বাচনের নিরিখে ভবানীপুরের অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে পিছিয়ে ছিল বিজেপি। অবাঙালি অধ্যুষিত দুটি ওয়ার্ডে এগিয়ে ছিল তারা। এবারও সেই দুটি ওয়ার্ডের উপরই বাড়তি জোর দিচ্ছেন বিজেপি নেতারা। মনোনয়নের পর থেকে বাড়তি জোর দেবেন প্রচারে বলে জানা গিয়েছে। প্রতিটি ওয়ার্ডেই প্রার্থী যাবেন বলে খবর। গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে সবাইকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

     

    Priyanka Tibrewal submitted her nomination papers for the Bhabanipur by-election on Monday. Who is a lawyer. And Mamata Banerjee is competing against him. So Bhabanipur is getting more and more important. Leader of the Opposition Shuvendu Adhikari, Observer of Bhabanipur Assembly constituency Arjun Singh, Dinesh Trivedi and many others were present with him during the nomination process.
    A small procession was also held on this day. Priyanka offered puja at the Gol Mandir before submitting her nomination. The drums sounded there. Many people dance with dhunuchi hands. The BJP candidate from Bhabanipur went to the temple and worshiped. Then he raised his voice and said, "I will leave after seeing the end of the game." That is, he made it clear in clear language that he was ready to fight.
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments