More
    Homeজাতীয়ভোটের আগে রাজ্যের সমস্ত বিজেপি পার্টি অফিসকে ফ্রি Wi-Fi জোন করে গড়ে...

    ভোটের আগে রাজ্যের সমস্ত বিজেপি পার্টি অফিসকে ফ্রি Wi-Fi জোন করে গড়ে তুলতে চলেছেন যোগী

    সামনের বছর গোড়াতেই ভোট হবে উত্তরপ্রদেশে। তার আগে রাজ্যের সমস্ত বিজেপি পার্টি অফিসকে ফ্রি ওয়াইফাই জোন করে গড়ে তুলতে চলেছেন যোগী আদিত্যনাথ। শুধু পার্টি অফিস নয়। ২১৭টি শহরে বিভিন্ন জায়গা, ১৭টি কর্পোরেশন, ৭৫টি জেলা সদর কার্যালয়েও ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা পাবেন মানুষ। প্রশাসনিক জায়গা, জনবহুল স্টেশন, বাস টার্মিনাসকে ওয়াইফাই জোন করা নতুন কিছু নয়। কিন্তু ভোটের আগে যোগী উদ্যোগ নিলেন দলের পার্টি অফিস গুলিকেও ওয়াইফাইয়ে মুড়ে দেওয়া হবে। যা রাজনৈতিক ভাবে তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে। বিজেপির এটি একটি প্রাচীন কৌশল যে, পার্টি অফিসকে জমজমাট রাখতে হবে। গেরুয়া শিবির মনে করে পার্টি অফিস সারাক্ষণ ভিড়ে গমগম করা মানে সাধারণ মানুষের মধ্যে দলের শক্তির বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি হয়। তাঁদের মতে, সেই পুরনো ধারণাকেই নতুন আঙ্গিকে আনতে চলেছেন যোগী। অনেকের মতে, পার্টি অফিসকে ফ্রি ওয়াইফাই জোন করে দেওয়া মানেই সেখানে তরুণদের ভিড় বাড়বে। যা ভোটের মুখে যে কোনও দলের ক্ষেত্রেই মঙ্গলের সঙ্কেত। রাজনীতিতে প্রযুক্তি কী ভাবে ব্যবহার করতে হয়, তা দেশকে প্রথম দেখিয়েছিল বিজেপি। বিশেষত ভোটের প্রচারে সোশ্যাল মিডিয়ার প্রচারকে কোন উচ্চতায় নিয়ে যাওয়া যায় তা ২০১৪ সালে দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপর বিজেপি-ই একমাত্র পার্টি যারা মিসডকল নিয়ে দলের সদস্যপদ দিয়েছিল। উত্তরপ্রদেশের ভোটের আগেও সেই ইন্টারনেটকেই এবার অন্যভাবে ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments