More
    Homeরাজ্যভোটের মুখে ভাঙড়ে উদ্ধার প্রচুর তাজা বোমা

    ভোটের মুখে ভাঙড়ে উদ্ধার প্রচুর তাজা বোমা

    ভোটের মুখে ভাঙড়ে উদ্ধার হল প্রচুর তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে কাশীপুর থানা এলাকার চালতাবেড়িয়ায় অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে, একটি বাঁশবাগানের ভিতর থেকে উদ্ধার হয়েছে ২১টি তাজা বোমা। বোমাগুলি বাঁশপাতা চাপা দিয়ে রাখা ছিল বলে পুলিশ জানিয়েছে। ভোটের আগে এলাকায় বোমা মজুত করা হচ্ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে পুলিশ। ভাঙড় এমনিতেই সারা বছর উত্তেজনাপ্রবণ এলাকা। সারা বছরই প্রায় রাজনৈতিক সংঘাত লেগে থাকে। একই সঙ্গে অস্ত্র, বোমা এখানে জলভাত। তবে এই বোমা উদ্ধারের সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা স্পষ্ট নয়।রবিবার ভাঙড়ে মিটিং ছিল সংযুক্ত মোর্চার। বিমান বসু, আব্বাস সিদ্দিকির জনসভার মঞ্চ থেকে অভিযোগ করা হয়েছিল, শাসকদল অস্ত্র এবং বোমা মজুত করছে এলাকায়। সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতেই এই কাজ করা হচ্ছে। একই সঙ্গে আব্বাসের অভিযোগ ছিল, তৃণমূলের চাপে পুলিশ আইএসএফ কর্মীদের মিথ্যা কেস দিচ্ছে। ভাইজান বলেন, ‘ভাঙড় থানার বড়বাবু, মেজোবাবুকে বলছি, আপনারা আমায় বলুন কারা আপনাদের উপর চাপ তৈরি করছে। আমরা বুঝে নেব। কিন্তু আপনারা যদি আমাদের কোনও কর্মীকে গ্রেফতার করেন বা কেস দেন, তাহলে এর দ্বিগুণ লোক নিয়ে থানা ঘেরাও করব।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments