More
    Homeখবরমধ্যরাতে নিত্যদিনের সাফাইয়ের কাজ শেষ করে বেরিয়ে আসার সময়ে চক্ষু চড়কগাছ...

    মধ্যরাতে নিত্যদিনের সাফাইয়ের কাজ শেষ করে বেরিয়ে আসার সময়ে চক্ষু চড়কগাছ পুরীর জগন্নাথ মন্দিরের এক সেবায়েতের।

    Today Kolkata:- মধ্যরাতে নিত্যদিনের সাফাইয়ের কাজ শেষ করে বেরিয়ে আসার সময়ে চক্ষু চড়কগাছ পুরীর জগন্নাথ মন্দিরের এক সেবায়েতের। দেখেন, প্রভু জগন্নাথের রসুইঘরের প্রায় ৩৫টি মাটির উনুন ভেঙে তছনছ হয়ে গিয়েছে। আর এই ঘটনায় সন্দেহভাজনকে পাকড়াও করা হয়েছে। শতাব্দী-প্রাচীন পুরীর মন্দিরের এই রসুইঘর। লোকমুখে এই রসুইঘরে সারি দিয়ে সাজানো ৪০০টিরও বেশি মাটির উনুন। প্রতিদিন কাঠের আঁচে তৈরি হয় জগন্নাথদেবের মহাভোগ। এখানে সাধারণের প্রবেশ নিষেধ, এমনকী সব সেবায়েতেরও এখানে প্রবেশের অনুমতি নেই। আর সেখানে এমন ঘটনা যে ঘটতে পারে তা দুঃস্বপ্নেও ভাবতে পারছেন না স্থানীয় বাসিন্দা থেকে মন্দিরের সেবায়েতরাও।

    মধ্যরাতে নিত্যদিনের সাফাইয়ের কাজ শেষ করে বেরিয়ে আসার সময়ে চক্ষু চড়কগাছ পুরীর জগন্নাথ মন্দিরের এক সেবায়েতের।

    MORE NEWS – ভয়াবহ আগুনে পুড়ে ছাই একশত বিঘা গমের মাঠ, মাথায় হাত চাষিদের।

    মালদাঃ- ভয়াবহ আগুনে পুড়ে ছাই একশত বিঘা গমের মাঠ।মাথায় হাত চাষিদের। অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ সকাল এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বোয়ালমারি মাঠে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কুশিদা, রাজল, ভগবানপুর, বিঝোট, বাগমারা, দৌলা ও গজকাটা এলাকার প্রায় শতাধিক কৃষক। স্থানীয় সূত্রে খবর,গমের নাড়া পোড়াতে গিয়েই আগুন ছড়িয়ে পড়ে।আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত হয় কয়েকশো বিঘা গমের জমি। দমকলের কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা‌ নিয়ন্ত্রণ করতে পারেননি। CONTINUE READING

    MORE NEWS – মানবতার পরিচয় দিলেন সীমান্তে থাকা বি এস এফের জওয়ানেরা।

    মালদাঃ- মানবতার পরিচয় দিলেন সীমান্তে থাকা বি এস এফের জওয়ানেরা, পথ ভুলে এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি নিজের দেশ পার করে রাতের অন্ধকারে বাংলাদেশে পারি দিচ্ছিলো, হঠাৎ ৪৪ নম্বর বিএসএফের ব্যাটেলিয়নরা প্রথমে স্মাগলার ভেবে তাকে আটকায়, খবর পেয়ে ঘটনা স্থালে পৌঁছায় বি এস এফের এর উচ্চপদস্থ অফিসারেরা। পরে জানতে পারে বি এস এপের আধিকারিকেরা ওই ব্যাক্তি ভারসাম্যহীন তারপরে খবর করা হয় টিম তারাশঙ্কর চ্যারিটি ( NGO) কে। টিম তারাশঙ্কর চ্যারিটি সদস্যদের সহযোগিতায় সোমবার ওই ভারসাম্যহীন ওই ব্যাক্তি সাথে কথা বলতে গিয়ে জানতে পারা যায় তার নাম বিজয় বর্মন, বাড়ি মালিবাড়ি গ্রামে। গগুলে সার্চ করলে উঠে আসে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার এই গ্রামে রয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments