More
    Homeঅনান্যমহারাষ্ট্রের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ১০ সদ্যোজাত শিশুর

    মহারাষ্ট্রের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ১০ সদ্যোজাত শিশুর

    মহারাষ্ট্রের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১০ সদ্যোজাত শিশুর। তাদের বয়স এক মাস থেকে তিন মাসের মধ্যে। সাত শিশুকে উদ্ধার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

    বিদর্ভ এলাকার ভান্ডারার সিভিল সার্জন প্রমোদ খানদাতে জানিয়েছেন, গতরাতে ভান্ডারা জেলা হাসপাতালের শিশু বিভাগে (সিক নিউবর্ন কেয়ার ইউনিট) আগুন লেগে যায়। সেখানে ১৭ জন শিশুর চিকিৎসা চলছিল। রাত দেড়টা নাগাদ একজন নার্স সর্বপ্রথম সেই বিভাগ থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তিনি দ্রুত হাসপাতালের কর্মী এবং চিকিৎসকদের খবর দেন। প্রাথমিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন হাসপাতালের কর্মীরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। তারইমধ্যে দ্রুত খবর পাঠানো হয় দমকলেও। শুরু হয় উদ্ধারকাজ। সাত শিশুকে উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকিদের উদ্ধার করা যায়নি। মৃত্যু হয়েছে ১০ শিশুর।

    ইতিমধ্যে মৃত শিশুদের অভিভাবকদের অগ্নিকাণ্ডের বিষয়ে জানানো হয়েছে। যে সাত শিশুকে উদ্ধার করা হয়েছে, তাদের অন্য একটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। সুরক্ষাজনিত কারণে আইসিইউ ওয়ার্ড, ডায়ালিসিস উইং এবং লেবার ওয়ার্ডের রোগীদেরও অন্যত্র সরানো হয়েছে।

    তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে শর্ট-সার্কিটের জেরে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে খবর।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments