More
    Homeখবরমাটির চরিত্র বদল, থমকে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর ইমারজেন্সি ইভাকুয়েশন শ্যাফট তৈরির...

    মাটির চরিত্র বদল, থমকে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর ইমারজেন্সি ইভাকুয়েশন শ্যাফট তৈরির কাজ।

    Today Kolkata:- শিয়ালদহ (Sealdah) থেকে এসপ্ল্যানেডের (Esplaned) অংশে চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর পরে ফের নতুন করে কাজ শুরু হলে চূড়ান্ত অসুবিধা বা অস্বস্তির মধ্যে পড়তে হবে মেট্রোকে (Metro Authority)। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী , দুই কিলোমিটারের বেশি দূরত্বের স্টেশন হলেই মাঝে স্টেশন তৈরি করতে হয়। এখানে সেই স্টেশন তৈরির জমি না পাওয়ায় বানানো হয়েছিল ইমারজেন্সি ইভাকুয়েশন শ্যাফট। যার মাধ্যমে সুড়ঙ্গে স্বাভাবিক অক্সিজেন সরবরাহ (Oxyzen Supply) করার পাশাপাশি বিপদের সময় যাত্রীদেরও উঠিয়ে আনা সম্ভব হবে।

    মাটির চরিত্র বদল, থমকে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর ইমারজেন্সি ইভাকুয়েশন শ্যাফট তৈরির কাজ।

    মাটির চরিত্র বদল, থমকে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর ইমারজেন্সি ইভাকুয়েশন শ্যাফট তৈরির কাজ।

    তবে এবার মাটির চরিত্র বদলে, থমকে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) ইমারজেন্সি ইভাকুয়েশন শ্যাফট তৈরির কাজ। সুবোধ মল্লিক স্কোয়্যারে ৭০ শতাংশ কাজ শেষ করে ফেলেছিল কেএমআরসিএল (KMRCL)৷ বউবাজার বিপর্যয়ের তৃতীয় দফার পরে শ্যাফট নিয়ে চিন্তায় নির্মাণকারী সংস্থা। কারণ , এর পাশেই রয়েছে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) শতাব্দী প্রাচীন জলাধার। কাজে নতুন করে সমস্যা হলে ক্ষতি হতে পারে কলকাতার পানীয় জল সরবরাহ ব্যবস্থার। আপাতত তাই কাজ বন্ধ করা হল। বিকল্প জায়গা দেখা হয়েছে। যদিও সেখানে কাজ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ।

    মাটির চরিত্র বদল, থমকে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর ইমারজেন্সি ইভাকুয়েশন শ্যাফট তৈরির কাজ।

    প্রেসিডেন্সিতে প্রদর্শনের মাঝেই নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিতর্কিত তথ্যচিত্র, অন্তর্ঘাতের দাবি SFI এর।

    ‘এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং’-এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে? প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

    Pradhanmantri awas yojana প্রধানমন্ত্রী আবাস যোজনায় সঠিক সময়ে বাড়ি করতে হবে – কেন্দ্রের সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং।

    Weather update সরস্বতী পুজোতে উধাও শীতের আমেজ, আগামী সপ্তাহে শীতের বিদায় ঘন্টা, জানাচ্ছে হাওয়া অফিস।

    MORE NEWS – ভারতের তৈরী করোনার ন্যাজাল স্প্রে, বাজারজাত মূল্য সাধ্যের মধ্যেই।

    ভারতের তৈরি নাকে দেওয়ার কোভিড টিকা (Covid Vaccinne) এল বাজারে, সাধ্যের মধ্যে দাম, সরকারি কেন্দ্রে আরও সস্তা। টিকার প্রথম টিকা নেওয়ার ২৮ দিন পর নেওয়া যাবে দ্বিতীয় টিকা। দেশের টিকা টাস্ক ফোর্সের প্রধান জানিয়েছিলেন, যাঁরা কোভিড টিকার বুস্টার টিকা নিয়েছিলেন, তাঁদের এই নেজ়াল টিকা দেওয়া যাবে না। ভারত বায়োটেকের (Bhatat BioTech) তরফে জানানো হয়েছে সরকারি কো-উইন অ্যাপে এই টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যাবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments