More
    Homeখবরমাটির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত ৩ টি নাবালক।

    মাটির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত ৩ টি নাবালক।

    Today Kolkata:- উওর দিনাজপুর জেলা করণদিঘী থানা আলতাপুর ১ নং গ্রাম পঞ্চায়েত, আলতাপুর হাইস্কুলে পিছনে শিব মন্দির সামনে, ভুট্টা ক্ষেতের পাশে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটা কাজ চলছিলো, জেসিবি মেশিন, মাটি কেটে চলে যাওয়ার পড়ে, তিনটি নাবালক বাচ্ছা খেলতে যায়, তারপর হঠাৎ মাটি ধসে পড়ে নিচে চাপা পড়ে যায় স্থানীয় লোকজন ছুটে আসেন, মাটির নিচে থেকে বেড় করে রায়গঞ্জ সুপারস্পেলিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়, মাটির নিচে চাপা পড়া বাচ্ছা গুলো নাম, 1. বিটন সিংহ 2. পবন দাস, 3 .সুশান্ত সরকার। স্থানীয় লোকজনরা বলেন আলতাপুর ১ গ্ৰাম পঞ্চায়েত সদস্য পদ্ম দাস ,তার নিজের জমিতে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে, নিচু জায়গা উচু করার জন্য মাটি ভরাট করে, সেই জেসিবি মেশিন দিয়ে মাটি কাটা খালে খেলতে গিয়ে চাপা পড়ে আহত হয় ৩ নাবালক ছেলে, আহত ২ জন নাবালক চিকিৎসাধীন রায়গঞ্জ সুপারস্পেলিষ্ট হাসপাতালে, ১জন সুস্থ রয়েছে বলে জানিয়েছেন।

    মাটির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত ৩ টি নাবালক।

    MORE NEWS – যাত্রীবোঝাই বাস ও ছোট লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 1 এবং আহত পাঁচজন।

    Today Kolkata:- মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত হারুরপাড়া মাঠ এলাকায় রবিবার সকালে যাত্রীবোঝাই বাস ও ছোট লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির এবং আহত হলেন আরো পাঁচজন। রবিবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হারুরপাড়া মাঠ সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে বেসরকারি ওই যাত্রীবোঝাই বাসটি জলঙ্গি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল তখনই অপর দিক থেকে ছোট লরি হারুর পাড়া মাঠ এলাকায় তীব্র গতিতে ছুটে আসে এবং ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস এবং ছোট লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর মৃত্যু হয় ছোট লরি চালকের এবং আহত হন ছোট লরির খালাসী সহ আরো 5 জন। CONTINUE READING

    ময়নাগুড়ির নির্যাতিতার মৃত্যু বেদনাদায়ক , পরিবারের সাথে জেলা কংগ্রেস ও সিবিআই তদন্ত দাবি জানালো।

    Ganga গঙ্গা নদী থেকে দুই দিন পরে উদ্ধার যুবকের।

    যুবতীর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নৈহাটি বিজয়নগর এলাকায়।

    ছোট শিশুদের পানীয় জুস কারখানা, রাস্তার ধারে অস্বাস্থ্যকর পরিবেশে জুস কারখানা টি গড়ে উঠেছে।

    “অনুব্রত মণ্ডলকে খুন করার চক্রান্ত চলছে।”এমন বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments