More
    Homeআন্তর্জাতিকমাত্র ১২ বছরেই দাবার চক্রব্যূহ ভেদ করে কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার অভিমন্যু মিশ্র

    মাত্র ১২ বছরেই দাবার চক্রব্যূহ ভেদ করে কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার অভিমন্যু মিশ্র

    সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়ে অনন্য রেকর্ড গড়ল ভারতীয় বংশোদ্ভূত অভিমন্যু মিশ্র ৷ মাত্র 12 বছর বয়সেই এই শিরোপা অর্জন করল বর্তমানে আমেরিকায় বসবাসকারী অভিমন্যু ৷গত বছরই বিশ্বের কনিষ্ঠতম মাস্টার হয়ে গ্র্যান্ড মাস্টার হওয়ার দৌঁড়ে অনেকটা এগিয়ে গিয়েছিল সে। তারপর অতিমারী জর্জরিত দেশকে গর্বিত করে চ্যাম্পিয়ন হয় বুদাপেস্টে আয়োজিত ভেজেরকেপজো জিএম মিক্স-এ।

    ১২ বছর ৪ মাস ২৫ দিনের মাথায় এই কীর্তি গড়ল সে। এর আগে সর্বকনিষ্ঠ জিএম হওয়ার নজির ছিল সের্গেই কাজারকিনের। যাঁর দখলে এই রেকর্ড ছিল ১৯ বছর। যিনি জিএম হন ১২ বছর ৭ মাস বয়সে। ঘটনাচক্রে তিন বছর আগেই সর্বকনিষ্ঠ জিএম হওয়ার প্রায় ফিনিশিং লাইনে পৌঁছে যায় ভারতেরই আর প্রজ্ঞানন্দা। তবে অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া হয়ে তাঁর।

    জন্ম ২০০৯-এর ফেব্রুয়ারি ৫-এ। বাবা হেমন্ত মিশ্র পেশায় একজন ডেটা সায়েন্টিস্ট। কর্মসূত্রে বহুদিন তিনি মার্কিন প্রবাসী। ছেলে অভিমন্যুকে মাত্র আড়াই বছরে ৬৪ খোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তারপর ৭ বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে অভিমন্যু। তখনই হেমন্ত বুঝে যান ছেলে একদিন বিশ্বজয় করবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments