More
    HomeUncategorizedমাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ৫ই মে থেকে শুরু হতে চলেছে...

    মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ৫ই মে থেকে শুরু হতে চলেছে জনসংযোগ কর্মসূচি।

    মালদা:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ৫ই মে থেকে শুরু হতে চলেছে জনসংযোগ কর্মসূচি। তারি প্রস্তুতি সভা হিসেবে মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি চন্দনা সরকার, চেয়ারম্যান সময় মুখার্জি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। শনিবার কোর কমিটির সংস্থার সদস্য ও প্রত্যেকটি ব্লকের সভাপতি দের নিয়ে বৈঠক হয়। বৈঠকে জনসংযোগ কর্মসূচি ছাড়াও যে সমস্ত ব্লক নেতৃত্বরা বিভিন্নভাবে দলের বিরুদ্ধে কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে এমনি হুঁশিয়ারি দেওয়া হয় বৈঠক থেকে।

    মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ৫ই মে থেকে শুরু হতে চলেছে জনসংযোগ কর্মসূচি।

    MORE NEWS – ১০ বছর ধরে পশুদের মতোই বাড়িতেই শিকলবন্দি অবস্থায় রয়েছেন এক যুবক।

    Today Kolkata:- গত ১০ বছর ধরে পশুদের মতোই বাড়িতেই শিকলবন্দি অবস্থায় রয়েছেন এক যুবক। বাড়ির একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন। তাই বাড়ি থেকে যাতে নিখোঁজ না হয়ে যায়, তার জন্যই এভাবে তাকে বেঁধে রাখা হয়েছে , পরিবারের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া এলাকায়। যদিও ওই যুবকের পরিবারের বক্তব্য, দিনমজুরের পরিবার। তাই বড় কোনো চিকিৎসা করানো সম্ভব হয় নি। এভাবেই বাড়ির সামনে গাছতলাতে মাচান বেঁধে শিকল বন্দি করে রাখা হয়েছে তাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম বরুণ দাম (২৮)। দীর্ঘদিন ধরে ওই যুবক মানসিক ভারসাম্যহীন রয়েছে। যদিও মালদা মেডিকেল কলেজে মানসিক ভারসাম্যহীন রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। CONTINUE READING

    দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিন ধরে বাড়তে শুরু করেছে গরম, তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ।

    বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হন।

    রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তেরা এবার অভিযোগ জানালেন দেশের রাষ্ট্রপতিকে।

    সাঁতরাগাছি এলাকায় বন্দুক দেখিয়ে মারধরের অভিযোগ।

    গ্রীষ্মের তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments