More
    Homeরাজ্য''মারব এখানে লাশ পরবে শ্মশানে''...মহাগুরুর ডায়লগ পৌঁছল এবার কলকাতা হাইকোর্টে

    ”মারব এখানে লাশ পরবে শ্মশানে”…মহাগুরুর ডায়লগ পৌঁছল এবার কলকাতা হাইকোর্টে

    ”মারব এখানে লাশ পরবে শ্মশানে”…মহাগুরুর ডায়লগ পৌঁছল এবার কলকাতা হাইকোর্টে। সোমবার জনপ্রিয় বাংলা ছায়াছবির ডায়লগের আসল ব্যখা কী, তা জানিয়েই মামলা ঠুকলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। একইসঙ্গে রক্ষাকবচ চেয়ে রাখলেন আবেদনও। ডায়লগ বলে যে এভাবে হয়রান হতে হবে তা হয়তো কোনওদিন ভাবেননি ডিস্কো ডান্সার।

    চলতি মার্চে বিজেপির ব্রিগেড সমাবেশ মঞ্চে পদ্ম শিবিরে যোগ দেন মহাগুরু।তারপর থেকে বিজেপির হয়ে বিভিন্ন প্রচারে তাঁকে দেখা যায়। বাঙালি বাবুকে নিয়ে জনতার আবেগ ছিল বাঁধন ছাড়া। সেই সময় জনতার আবদার মেটাতে তাঁকে পরোক্ষে বলতে দেখা যায় জনপ্রিয় ডায়লগ। ”মারব এখানে লাশ পরবে শ্মশানে ”- এমন নিজের মুখে সভামঞ্চে সরাসরি বলেননি তিনি। এমনটাই দাবি তাঁর। বিধানসভা নির্বাচন পর্বে ২৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করেন মহাগুরু। সেই সময় মিঠুন চক্রবর্তী বিভিন্ন সভামঞ্চে ঘুরিফিরে এসেছে ডায়লগটি। ভোটপর্ব মিটতেই ৬ মে মানিকতলা থানায় এফআইআর করেন একজন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দন্ডবিধির ১৫৩এ, ৫০৪,৫০৫ একাধিক ধারায় এফআইএর রুজু হয়। হিংসা ছড়ানো, শান্তি নষ্টের চেষ্টার মতন অভিযোগ করা হয়। এই এফআইআর খারিজ চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন মিঠুন চক্রবর্তী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments