More
    Homeপশ্চিমবঙ্গমালদায় ভুয়ো পুলিশ আধিকারিক সেজে ছিনতাই মোবাইল, টাকা! গ্রেফতার তৃণমূল নেতা

    মালদায় ভুয়ো পুলিশ আধিকারিক সেজে ছিনতাই মোবাইল, টাকা! গ্রেফতার তৃণমূল নেতা

    রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভুয়ো আইপিএস, চিকিত্‍সক ,সাংবাদিক সহ বিভিন্ন পদাধিকারী আধিকারিকের হদিশ মিলেছে। এবারে ফের ভুয়ো পুলিশ আধিকারিকের খোঁজ মিলল মালদায়। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।শুধু তাই নয় এই আধিকারিকের আসল পরিচয় শুনলে তাজ্জ্বব হবেন আপনিও। যিনি খোদ শাসক দলের নেতা।পুলিশ আধিকারিক সেজে ছিনতাইয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মালদায় ভুয়ো পুলিশ আধিকারিক সেজে ছিনতাই মোবাইল, টাকা! গ্রেফতার তৃণমূল নেতা

    Read More-‘দুয়ারে সরকার’ প্রকল্পের ক্যাম্পে গিয়ে কাজ খতিয়ে দেখবেন নোডাল অফিসাররা, নির্দেশ নবান্নের

    ছিনতাইকারী তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া সামগ্রীর তল্লাশি চালাচ্ছে পুলিশ ।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার স্টেশন রোড এলাকায়। তৃণমূল নেতার এহেন কর্মকান্ডে শোরগোল পড়েছে তৃণমূল দলের অন্দরে ।

    Read More-ফের চালু হচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত হেরিটেজ টয় ট্রেন পরিষেবা

    সূত্রের খবর ,শুক্রবার গভীর রাতে ব্যাঙ্গালোর থেকে ঠিকা শ্রমিকের কাজ করে মালদা টাউন স্টেশনে পৌঁছায় উত্তর দিনাজপুরের পাঁচ ঠিক শ্রমিক । স্টেশনে নেমে শহরের রথবাড়ি মোড়ে বাস ধরতে আসছিলেন নিজেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে । ঠিক সেই সময় স্টেশনের বাইরে অভিযুক্ত যুব তৃনমুল নেতা প্রিয়ার্ঘ সাহা নিজেকে ইংলিশ বাজার থানার সব ইন্সপেক্টর পরিচয় দিয়ে তল্লাশি শুরু করে ঠিকা শ্রমিকদের । অভিযোগ তল্লাশির নামে ওই অভিযুক্ত প্রিয়ার্ঘ সাহা ঠিকা শ্রমিকদের কাছ থেকে পাঁচটি মোবাইল ও কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় তার এক সঙ্গীকে নিয়ে । পড়ে ওই ঠিকা শ্রমিকরা ইংলিশ বাজার থানার পুলিশের দ্বারস্থ হলে অভিযুক্ত যুব তৃণমূল নেতা প্রিয়ার্ঘ সাহাকে গ্রেপ্তার করে পুলিশ । আর এই ঘটনাকে ঘিরেই শোরগোল পড়েছে মালদার রাজনৈতিক মহলে ।

    Read More-কাবুল থেকে ১৬৮ জনকে নিয়ে দেশে ফিরল ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান

    উত্তর দিনাজপুরের ঠিকা শ্রমিক বকুল রায় জানান, ব্যাঙ্গালোর থেকে ইলেকট্রিক পিলার বসানোর কাজে গিয়ে ছিলাম গত পাঁচ মাস আগে। সেখান থেকে কাজ শেষ করে শুক্রবার রথবাড়ি মোড় যাওয়ার পথে আমাদেরকে আটক করে আকাশ ওরফে প্রিয়ার্ঘ সাহা । নিজেকে ইন্সপেক্টর পরিচয় দিয়ে আমাদের তল্লাশি শুরু করে। আমরা তাকে জিজ্ঞেস করতেই তিনি বলেন প্রচুর পরিমানে মাদক পাচারের খবর আছে আমাদের কাছে। তাই এই তল্লাশি। কিছু বুঝে উঠার আগেই আমাদের পাঁচটি মোবাইল ও কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্ত ও তার এক সঙ্গী। যদিও গোটা ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া জানান একটি ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পেয়েছি । এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে । গোটা ঘটনা নিয়ে তদন্ত চলছে ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments