More
    Homeরাজনৈতিকমুখ্যমন্ত্রীর উপর '‌হামলা'‌র অভিযোগে নির্বাচন কমিশনে তৃণমূল, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে...

    মুখ্যমন্ত্রীর উপর ‘‌হামলা’‌র অভিযোগে নির্বাচন কমিশনে তৃণমূল, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে একই পথে বিজেপিও

    মুখ্যমন্ত্রীর উপর ‘‌হামলা’‌র অভিযোগে নির্বাচন কমিশনে গেল তৃণমূল। বিজেপিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে কমিশনে গেছে। দলীয় নেতা পার্থ চ্যাটার্জি বলেছেন, মমতা ব্যানার্জির উপর যে ‘‌আক্রমণ’‌ করা হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে নির্বাচনে কমিশনকে চিঠি দিয়েছি আমরা। পার্থ বলেছেন, ‘‌কিছু কাপুরুষ মমতাকে থামানোর চেষ্টা করছেন। কিন্তু মমতাকে থামানো যাবে না। মমতার উপর এই ‘‌আক্রমণ’‌ গভীর চক্রান্ত। রাজ্যের এডিজি ও ডিজিকে সরানো হয়েছে। এখন মমতার উপর ‘‌হামলা’‌ চালানো হল। আমরা নির্বাচন কমিশনে গোটা বিষয়টি জানিয়েছি।’‌
    ‘‌হামলা’‌-র ঘটনায় মমতার পা এবং ঘাড়ে চোট লেগেছে। রাজ্য বিজেপির তরফে বলা হয়েছে, ‘‌আক্রমণ নিয়ে মিথ্যা বলছেন মমতা। রাজনীতির রঙ দেওয়া হচ্ছে গোটা ঘটনাকে।’‌ বিজেপি নেতৃত্বও কলকাতায় নির্বাচন কমিশনে গিয়ে গোটা বিষয়টি নিয়ে কমিশনের কাছে তদন্তের দাবি জানিয়ে এসেছে।
    মমতা ব্যানার্জি এসএসকেএমে ভর্তি আছেন।তিনি অভিযোগ করেছেন, গতকাল চার-পাঁচজন তাঁকে গাড়ির ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দরজাও বন্ধ করে দেওয়া হয়। তখন আশেপাশে কোনও পুলিশ ছিল না। গোটা ঘটনায় গভীর চক্রান্তের অভিযোগ তুলেছেন মমতা। বৃহস্পতিবার সকালে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি মমতার একটি ছবি পোস্ট করেন। বাঁ পায়ে ব্যান্ডেজ। হাসপাতালে শুয়ে রয়েছেন মমতা। অভিষেক লেখেন, ‘‌বাংলার জনগণের ক্ষমতা বিজেপি টের পাবে ২ মে। প্রস্তুত থাকুন।’‌

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments