More
    Homeরাজ্যমেট্রো ডেয়ারি মামলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম স্যান্যালকে তলব করল...

    মেট্রো ডেয়ারি মামলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম স্যান্যালকে তলব করল ইডি

    একটু একটু করে এগিয়ে আসছে নির্বাচন। কিন্তু তার আগেই রাজ্য রাজনীতিতে বাড়ছে অসন্তোষ। কারণ কয়লা পাচার কান্ড, গরু পাচার কান্ড, সারদা-কাণ্ড, মেট্রো ডেয়ারি কাণ্ড নিয়ে একের পর এক পুলিশ প্রশাসন থেকে রাজ্য রাজনীতি নেতাদের তলব করছে সিবিআই ও ইডি। এবার মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম স্যান্যালকে তলব করল ইডি।এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদীকেও নোটিস পাঠিয়েছিল ইডি। রাজ্যের আইএএস এবং আইপিএস অফিসারদের ভোটের আগে এভাবে তলব করা নিয়ে প্রকাশ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
    ২০১৭ সালে নিজেদের হাতে থাকা মেট্রো ডেয়ারির সমস্ত শেয়ার একটি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দিয়েছিল রাজ্য সরকার। সেই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এদিনই এই মামলায় ইডি দপ্তরে হাজিরা দেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা। এর পাশাপাশি আরও এক আইএএস অফিসার বি পি গোপালিকাকেও মেট্রো ডেয়ারি মামলাতেই আগামী ২৪ মার্চ সমন করেছে ইডি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments