More
    Homeজাতীয়মোদীর টিমে বাংলার ৪, মন্ত্রিসভায় নয়া মুখ ৪৩,দেখুন তালিকা

    মোদীর টিমে বাংলার ৪, মন্ত্রিসভায় নয়া মুখ ৪৩,দেখুন তালিকা

    [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

    দু’জন ছিলেন। তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে চারজন নয়া কেন্দ্রীয় মন্ত্রী পাচ্ছে বাংলা। সূত্রের খবর, প্রত্যেেকেই তাঁরা রাষ্ট্রমন্ত্রী হবেন। বুধবার সন্ধ্যায় ওই চারজনের পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ৩৯ জন শপথ নিতে চলেছেন। দেখে নিন পুরো তালিকা –

    নারায়ণ টাটু রানে, সর্বানন্দ সোনেওয়াল, বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বৈষ্ণ, পশুপতি কুমার পরশ, কিরেণ রিজিজু, রাজ কুমার সিং, হরদীপ সিং পুরী, মনসুখ মাণ্ডব্য, ভূপেন্দর সিং, পুরষোত্তম রুপালা, জি কিষাণ রেড্ডি, অনুরাগ ঠাকুর, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল, সত্য পাল সিং বাঘেল, রাজীব চন্দ্রশেখর।

    শোভা করণডলাজে, ভানুপ্রতাপ সিং বর্মা, দর্শনা বিক্রম জারদশ, মীনাক্ষী লেখি, এ নারায়ণস্বামী, কৌশল কিশোর, অজয় ভাট, বি এল বর্মা, অজয় কুমার, চৌহান দেবুসিং, ভগবন্ত খুবা, কপিল মোরেশ্বর পাতিল, প্রতিমা ভৌমিক, ভগবত কৃষ্ণানরাও কারাড, রাজকুমার রঞ্জন সিং, ভারতী প্রবীণ পাওয়ার, বিশ্বেশ্বর টুডু, মুঞ্জাপারা মহেন্দ্রভাই,, এল মুরুগান,সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments