More
    Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সঙ্গীত উত্‍সবে ভিড়ে পিষ্ট হয়ে মৃত্যু ৮ জনের

    যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সঙ্গীত উত্‍সবে ভিড়ে পিষ্ট হয়ে মৃত্যু ৮ জনের

    লিল বেবি ও ট্রাভিস স্কটের মত কয়েকজন র‍্যাপার এ উত্‍সবে গান করেন।যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টনে একটি সঙ্গীত উত্‍সবে ভিড়ের চাপে কমপক্ষে আট জন নিহত এবং আরো বহু লোক আহত হয়েছে।

    অ্যাসট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যাল নামের এই উত্‍সবটির প্রথম রাতে ৫০ হাজার লোকের সমাগম হয়েছিল।

    জরুরি সেবা কর্মকর্তারা বলেন, উত্‍সবটির প্রতিষ্ঠাতা র‍্যাপার ট্রাভিস স্কট গান করার সময় জনতা মঞ্চের কাছে যাবার চেষ্টায় হুড়োহুড়ি শুরু করলে লোকজন ভিড়ের নিচে চাপা পড়তে থাকে।

    ফায়ার সার্ভিস কর্মকর্তা সামুয়েল পেফিয়া বলেন, ভিড়ের চাপে লোকজনকে আহত হতে দেখার পর অনুষ্ঠানে আতংক সৃষ্টি হয়।

    হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত ১১ জনকে হাসপাতালে নেয়া হয়, পরে তাদের মধ্যে আটজন মারা যায়।

    আহত প্রায় ৩০০ লোককে হাসপাতালে চিকিত্‍সা দেয়া হয়েছে।

    স্থানীয় রাজনীতিবিদ লিনা হিদালগো একে ”এক শোকাবহ রাত্রি” বলে আখ্যায়িত করে বলেন, যারা নিহত হয়েছে তাদের অনেকে একেবারেই তরুণ।

    এর আগে শত শত লোক বেপরোয়াভাবে নিরাপত্তা বেষ্টনী ও মেটাল ডিটেকটর ভেঙে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে। উত্‍সবটির দ্বিতীয় দিনের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments