More
    Homeঅনান্যযুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারো দুর্ঘটনা। রাজধানী কিয়েভের অদূরে ভেঙে পড়ল হেলিকপ্টার।

    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারো দুর্ঘটনা। রাজধানী কিয়েভের অদূরে ভেঙে পড়ল হেলিকপ্টার।

    Today Kolkata:- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) আবারো দুর্ঘটনা। রাজধানী কিয়েভের অদূরে ভেঙে পড়ল হেলিকপ্টার। কপ্টার দুর্ঘটনায় নিহত ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী সহ ১৮ জনের। তাঁদের মধ্যে তিন শিশুও রয়েছে। দুর্ঘটনার পর মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিও যাচাইকৃত নয়। যুদ্ধ পরিস্থিতিতে এই কপ্টার দুর্ঘটনার নেপথ্যে রুশ সেনার কোনও ‘ভূমিকা’ আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। যদিও কিভের পুলিশ প্রধান ইগক ক্লিমেঙ্কো (Igore Klimenka) বুধবার বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির (Technical Problem) কারণেই দুর্ঘটনা ঘটেছে।

    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারো দুর্ঘটনা। রাজধানী কিয়েভের অদূরে ভেঙে পড়ল হেলিকপ্টার

    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারো দুর্ঘটনা। রাজধানী কিয়েভের অদূরে ভেঙে পড়ল হেলিকপ্টার

    ’’ দুর্ঘটনায় কারণে বিপুল এলাকা জুড়ে আগুনের হলকা ছড়িয়ে পড়ছে। সেই সঙ্গে বহু মানুষের ছোটাছুটি ও চিৎকার। ইউক্রেন সরকারের (Govt Of Ukrain) তরফে জানানো হয়েছে, কিভের উপকণ্ঠে ব্রোভারি এলাকায় বুধবার ভোরে ওই কপ্টার দুর্ঘটনা ঘটে। তাতে অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ডেনিস মোনাস্ত্রাস্কি, উপ অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী এভেগনি এনিন (Evegoni Enin), অভ্যন্তরীণ নিরাপত্তা দফতরের কয়েক জন উচ্চপদস্থ আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে।

    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারো দুর্ঘটনা। রাজধানী কিয়েভের অদূরে ভেঙে পড়ল হেলিকপ্টার।

    লক্ষ্য লোকসভা নির্বাচন: দিল্লিতে প্রধানমন্ত্রীর মেগা রোড শো, রয়েছে জাতীয় কর্ম সমিতির বৈঠক।

    পুনরায় বাড়ছে শীতের দাপট, দিল্লির একাধিক এলাকায় শৈত্য প্রবাহের পরিস্থিতি, কুয়াশা কলকাতাতে।

    MORE NEWS – আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু, হাইকোর্টে বাড়ল চৈতালি তিওয়ারির রক্ষাকবচের মেয়াদ।

    আসানসোলের (Asansole) বিজেপি কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিন জনের। ঘটনায় অভিযোগ ওঠে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি (Jitendra Tiwari) ও তার স্ত্রী চৈতালি তিওয়ারির (Chaitali Tiwari) বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে বললেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা। CONTINUE READING

    MORE NEWS – পাঞ্জাবে পাকিস্তান থেকে আসা ড্রোন গুলি করে নামল BSF, উদ্ধার বন্দুক সহ ৪৭ রাউন্ড গুলি।

    পাঞ্জাবের (Punjab) গুরুদাসপুরে উদ্ধার পাকিস্তান (Pakistan) থেকে আসা ড্রোন এবং চারটি চীনা বন্দুক। এমনটাই জানিয়েছে বিএসএফ (BSF)। বিএসএফ (BSF) সূত্রে খবর , ১৭ এবং ১৮ জানুয়ারির মধ্যবর্তী রাতে বিএসএফের টহলদারি দল গুরদাসপুরের (Gurudas pur) উঁচা তাকালা গ্রামে টহল দিচ্ছিল। সেই সময় তাঁরা একটি ড্রোন (Drone) ওড়ার আওয়াজ পান। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments