More
    HomeকলকাতাRabindra Bharati রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভেঙে TMC পার্টি অফিস ,...

    Rabindra Bharati রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভেঙে TMC পার্টি অফিস , ঘর ভাঙায় নিষেধাজ্ঞা কোর্টের।

    Today Kolkata:- Rabindra Bharati রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবনের কোনও অংশ ভাঙা যাবে না। আদালতের নির্দেশের পরও যদি রবীন্দ্রভারতীর হেরিটেজ ভবন ভাঙা হয়, তাহলে জবাবদিহি করতে হবে রাজ্যকেই। নির্দেশ কলকাতা হাই কোর্টের । রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভেঙে বানানো হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়। এই অভিযোগে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ আদালতের।

    জোড়াসাঁকোর বাড়িতে যে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে প্রথমবার বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়ের দেখা হয়েছিল, সেই ঘরে এখন তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতি নামর সংগঠনের অফিস করা হয়েছে। অথচ এটি ‘গ্রেড ওয়ান’ হেরিটেজ। সেই ঘরে রবি ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটিও ছবি নেই। সেখানে টাঙানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছবি। ইতিমধ্যে দু’টো ঘর ভাঙা হয়েছে বলে খবর। হেরিটেজ ভবনে আর ভাঙচুর করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

    Rabindra Bharati রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভেঙে TMC পার্টি অফিস , ঘর ভাঙায় নিষেধাজ্ঞা কোর্টের।

    MORE NEWS – লকেট-অগ্নিমিত্রার ‘সন্ত্রাস’ নিদানে দিলীপের সমর্থন ! ‘কেঁচো’ ‘সাপের’ তত্ত্বে পাল্টা ফিরহাদ।

    সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। বিরোধীকে ধরাশায়ী করতে তাই এখন থেকেই রাজনৈতিক দলগুলি বিভিন্ন পরিকল্পনায় ব্যস্ত। ‘সন্ত্রাসের সঙ্গে লড়াই করতে হলে সন্ত্রাসের পথেই হাঁটতে হয়।’ এমনটাই নিদান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘সন্ত্রাসের সঙ্গে লড়াই করতে গেলে সন্ত্রাসের পথেই হাঁটতে হয়। আমরা সেই পথেই হাঁটব। কেউ যদি ইট মারে, তাহলে পাটকেল খেতেই হবে। তাকে তো আর আমরা বরণ করতে পারব না। তবে সন্ত্রাসের মোকাবিলা করতে হবে সন্ত্রাসের মতো করেই।’ এমনটাই হুঁশিয়ারি তাঁর। ‘রাজ্য পুলিশের তদারকিতে পঞ্চায়েত ভোট হলে রক্তগঙ্গা বয়ে যাবে’ CONTINUE READING

    MORE NEWS – ফিরল ভয়াবহ স্মৃতি, রবীন্দ্র সরোবরে অনুশীলনের সময় উলটে গেল রোয়িং বোট, কপালজোরে রক্ষা।

    – শনিবার সকালে রোয়িং অনুশীলনের সময় বোটটি উলটে যায়। পিছন দিকে উলটে পড়ে যান অনুশীলনকারী। যদিও তিনি নিজে সাঁতার জানেন বলে সাঁতরে অন্য পাড়ে উঠে যান। এরপর মিনিট পনেরোর মধ্যে রেসকিউ বোট রোয়িং বোটটিতে থাকা আরেকজনকে নিরাপদে উদ্ধার করেন। বড় বিপদ থেকে রক্ষা পেলেও মে মাসের দুর্ঘটনার স্মৃতি ফিরে এল। ওই দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু হয়েছিল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments