More
    Homeকলকাতারাখিবন্ধন উত্‍সবে 'দিদি বনাম মোদী' রাখিতে ছয়লাপ কলকাতার বাজার

    রাখিবন্ধন উত্‍সবে ‘দিদি বনাম মোদী’ রাখিতে ছয়লাপ কলকাতার বাজার

    রাখিতেও রাজনীতি! রাখিবন্ধন উত্‍সবে ‘দিদি বনাম মোদী’ রাখিতে ছয়লাপ কলকাতার বাজার। ভোটের আগে রাজনীতির রঙ ধরা পড়েছিল হরেক রকম মিষ্টিতে। তবে এবার রাখির বাজারেও হট টপিক হল মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী দ্বৈরথ। কাকে বেছে নেবেন তা ক্রেতাদের উপরেই ছেড়ে দিলেন রাখি বিক্রেতারা। সারা শহরের বিভিন্ন এলাকায় ছেয়ে গেছে এই রাজনীতির রাখি।

    রাখিবন্ধন উত্‍সবে ‘দিদি বনাম মোদী’ রাখিতে ছয়লাপ কলকাতার বাজার

    Read More-কাবুল থেকে ১৬৮ জনকে নিয়ে দেশে ফিরল ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান

    লক্ষ্যনীয় হল, রাখির বাজারেও কলকাতার বোনেরা ‘বাংলার মেয়ে’কেই বেছে নিচ্ছে। বিক্রেতারা অনেকেই জানাচ্ছেন, দিনভর লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক পিছিয়ে নরেন্দ্র মোদী। ইদানিং প্রায় সব ধর্মীয় অনুষ্ঠানেই রাজনৈতিক দ্বৈরথ লক্ষ্য করা যাচ্ছে।

    এবার রাখিকেও রাজনৈতিক বার্তা দেওয়ার মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করতে চলেছে যুযুধান দুই দল। তাই বাজারে পাশাপাশি বিক্রি হচ্ছে সবুজ আর গেরুয়া রঙের রাখি। সবুজ প্যাকেটে লেখা ‘মা-মাটি-মানুষ’। আর গেরুয়া প্যাকেটের গায়ে লেখা ‘জয় শ্রীরাম’। তবে করোনা আবহে অনেক সংগঠন বা রাজনৈতিক দলের তরফে যে রাখিবন্ধন উত্‍সব হত তা এবার প্রায় বন্ধ। এর প্রভাব পড়েছে বাজারেও। তবু মোটের উপর বিক্রিতে সেরকম ভাটা পড়েনি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments