More
    Homeকলকাতারাজ্যে চিটফান্ড মামলার বিচারের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট

    রাজ্যে চিটফান্ড মামলার বিচারের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট

    রাজ্যে চিটফান্ড মামলার বিচারের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলিতে টাকা রেখে প্রতারিত হওয়া রাজ্যের কোটি কোটি মানুষকে ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করতে দ্রুত মামলা শোনার ব্যাপারে উদ্যোগ নিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। ২০১৫ সালের ডিসেম্বর মাসে তত্‍কালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেলুরের ডিভিশন বেঞ্চ বিশেষ বেঞ্চ তৈরি করে দিয়েছিল প্রতারিতদের মামলার শুনানির জন্য। সেই বেঞ্চেই মূলত টাকা ফেরানো, সম্পত্তি বিক্রি, সম্পত্তির হিসেব নিকেষ সহ বিভিন্ন ইস্যুর শুনানি হত। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল শুক্রবার যাবতীয় মামলার শুনানির জন্য উদ্যোগী হন। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, যে কোনও একটি চিটফান্ড সংস্থার যাবতীয় মামলা এখন থেকে তিনি শুনবেন। যদিও এতে আপত্তি জানান কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। তাঁর বক্তব্য, একইসঙ্গে জনস্বার্থ মামলা এবং অন্যদিকে সেই প্রতিষ্ঠানেরই ধৃতদের জামিনের মামলা সব একসঙ্গে কী করে শোনা সম্ভব? তাতে আমল না দিয়ে প্রধান বিচারপতি জানিয়ে দেন, এখন থেকে প্রতিদিন কিছু কিছু করে এই মামলা তিনি শুনবেন। এক ছাতার তলায় একটি বেআইনি সংস্থার বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগের নিষ্পত্তির সুযোগ থাকলে তা প্রতারিতদের জন্য ইতিবাচক বলে মনে করছেন আইনজীবীরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments