More
    Homeপশ্চিমবঙ্গরাজ্যে পুনরায় চালু হবে লোকাল ট্রেন পরিষেবা, কোন শাখায় কত ট্রেন? রইল...

    রাজ্যে পুনরায় চালু হবে লোকাল ট্রেন পরিষেবা, কোন শাখায় কত ট্রেন? রইল তালিকা

    দীর্ঘ পাঁচ মাস পর আগামীকাল রবিবার থেকে গড়াতে চলেছে লোকাল ট্রেনের চাকা। করোনা দ্বিতীয় ঢেউ শুরু হতেই লোকাল ট্রেন বন্ধ করা হয়েছিল। কিন্তু তার পর স্টাফ স্পেশ্যাল চললেও সেক্ষেত্রে সাধারণ মানুষের ওঠার অনুমতি ছিল না।

    আর তাতেই ক্ষোভ তৈরি হয়েছিল নিত্য যাত্রীদের মধ্যে। কিন্তু এবার রেল চলার ক্ষেত্রে সবুজ সংকেত মিলতেই কোন শাখায় কত ট্রেন চলবে তার তালিকা দিল দক্ষিণ পূর্ব রেল।

    রাজ্যে পুনরায় চালু হবে লোকাল ট্রেন পরিষেবা, কোন শাখায় কত ট্রেন? রইল তালিকা

    Read More-আজ পশ্চিমবঙ্গের ৪টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি ১৪ রাজ্যের ৩টি লোকসভা এবং ২৬টি বিধানসভা আসনে ভোট

    এদিন সকালে পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিষেবা স্বাভাবিক হলেও এখনই সব ট্রেন একসঙ্গে চালু হচ্ছে না। রবিবার থেকে মোট ৪৮ টি ইএমইউ ট্রেন চালু হবে। পরে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। আপ লাইনে ২৩ টি ও ডাউন লাইনে চলবে ৩৫ টি ট্রেন।

    মূলত হাওড়া-খড়গপুর-মেদিনীপুর, শালিমার-সাঁতরাগাছি, পাঁশকুড়া-হলদিয়া, সাঁতরাগাছি-আমতা, তমলুক-দিঘা লাইনে চলবে এই ট্রেনগুলি। লোকাল ট্রেন চালানোর দাবিতে দফায় দফায় বিভিন্ন জায়গায় রেল অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন নিত্যযাত্রীরা। এরপর লোকাল ট্রেন চলার ক্ষেত্রে সবুজ সংকেত মেলায় স্বাভাবিক ভাবেই খুশি তাঁরা।

    পূর্ব রেলের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আপ লাইনে চলবে:

    ৭টি হাওড়া- মেদিনীপুর
    ২ টি হাওড়া- পাঁশকুড়া
    ১টি সাঁতরাগাছি- পাঁশকুড়া
    ২টি হাওড়া- আমতা
    ২টি হাওড়া- হলদিয়া
    ২টি হাওড়া- খড়গপুর
    ১টি হাওড়া- মেচেদা
    ২টি সাঁতরাগাছি- মেচেদা
    ১টি পাঁশকুড়া- দিঘা
    ১টি মেচেদা -দিঘা
    ১টি শালিমার- সাঁতরাগাছি

    অন্যদিকে, ডাউন লাইনে চলবে:

    ৬টি মেদিনীপুর- হাওড়া
    ২টি পাঁশকুড়া – হাওড়া
    ২টি মেচেদা- হাওড়া
    ১টি বাগনান- হাওড়া
    ২টি আমতা- হাওড়া
    ৩টি খড়গপুর – হাওড়া
    ২টি হলদিয়া- হাওড়া
    ১টি দিঘা- পাঁশকুড়া
    ১টি পাঁশকুড়া – সাঁতরাগাছি
    ২টি সাঁতরাগাছি- শালিমার
    ১টি দিঘা- মেচেদা
    ১টি মেদিনীপুর- খড়গপুর
    ১টি মেচেদা- সাঁতরাগাছি

    RELATED ARTICLES

    2 COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments