More
    Homeরাজনৈতিক'রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তৈরি হবে অ্যান্টি রোমিও স্কোয়াড': হুগলির জনসভায় যোগী...

    ‘রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তৈরি হবে অ্যান্টি রোমিও স্কোয়াড’: হুগলির জনসভায় যোগী আদিত্যনাথ

    রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তৈরি হবে অ্যান্টি রোমিও স্কোয়াড। বৃহস্পতিবার হুগলির চাঁপদানিতে এক নির্বাচনী জনসভায় এমনই দাবি করলেন বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। চাঁপদানির বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে ইসতেহারে বিজেপির একাধিক প্রতিশ্রুতি মনে করান তিনি।

    এদিন আদিত্যনাথ বলেন, স্কুলের বাইরে যে সব গুন্ডারা ঘুরে বেড়ায় তাদের ধরতে ঘুরে বেড়াবে অ্যান্টি রোমিও স্কোয়াড। ২০১৭ সালে উত্তর প্রদেশে ক্ষমতায় আসার পর অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন করেছে তাঁর সরকার। বিভিন্ন স্কুলের সামনে নাবালিকাদের উত্যক্ত করে যে সব যুবকরা তাদের ধরতে এই বাহিনী গঠন করা হয়। তবে বিরোধীদের দাবি, মুসলিম যুবকদের হেনস্থা করতে এই বাহিনী গঠন করেছিলেন আদিত্যনাথ।

    আদিত্যনাথ বলেন, মেয়েদের জন্য প্রাক প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে তাদের সরকার। সরকারি পরিবহনে লাগবে না কোনও পয়সা। তিনি মনে করান, বিজেপি যা বলে তাই করে। বিজেপি রাম মন্দির তৈরির ব্যবস্থা করেছে। কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্ত করেছে। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা বলে কিছু নেই। বিজেপি ক্ষমতায় এলে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে। নিশ্চিন্তে পথে বেরোতে পারবেন মহিলারা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments